দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে প্রত্যাবর্তন হবে এবি ডি ভিলিয়ার্সের। জল্পনা বাড়াবেন গ্র্যাম স্মিথ

দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে প্রত্যাবর্তন হবে এবি ডি ভিলিয়ার্সের

তিন বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন এবি ডি ভিলিয়ার্স। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলার পরই ক্রিকেটের সমস্ত বিভাগ থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করে ডিভিলিয়ার্স। এরপর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইচ্ছা তিনি বহুবার প্রকাশ করেছেন। এবার সেই সম্ভাবনাই প্রবল হয়েছে।

চলতি 2021 সালের আইপিএলে তিনি দুরন্ত ফর্মে ছিলেন ব্যাঙ্গালোরের হয়ে। 7 টি ম্যাচে তিনি 207 রান করেন। এই পারফরম্যান্স দেখে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড তাকে পুনরায় টি-টোয়েন্টি দলে নেওয়ার চিন্তাভাবনা করছে। আইপিএলের খেলার সময় জাতীয় দলে ফেরার ব্যাপারে ইঙ্গিত পূর্ণ বার্তা দিয়েছেন এ বি ডেভিলিয়ার্স। তিনি বলেছিলেন যদি পুনরায় দেশের হয়ে খেলার সুযোগ পাওয়া যায় তবে তার গর্বের হবে।

এছাড়া সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ডিরেক্টর গ্র্যাম স্মিথ ক্যারেবিয়ান ক্রিকেট পোডকাস্টের একটি টুইট বার্তায় বলেছেন যে, “ক্রিকেট দক্ষিণ আফ্রিকার পরিচালক গ্র্যাম স্মিথ আজ নিশ্চিত করেছেন যে SA জুনে 2 টি টেস্ট এবং 5 টি টি-টোয়েন্টির জন্য জুনে WI সফরে যাবে”।

টুইটে আরো বলা হয়েছে যে, “এবি ডি ভিলিয়ার্স, ইমরান তাহির ও ক্রিস মরিস এই সিরিজের খেলার ব্যাপারে তিনি আশাবাদী”।

আরো পড়ুন- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: ঘোষিত হলো ভারতীয় দল। দেখে নিন 20 জনের বিস্তারিত তালিকা

গ্র্যাম স্মিথের এই বিবৃতি আসার পরই ডি-ভিলিয়ার্সের অনুগামীরা আশার আলো দেখছেন। আসলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড ডিভিলিয়ার্স কে জাতীয় দলে খেলাতে চাচ্ছেন।

Previous article24 ঘন্টার মধ্যে 3.6 কোটি টাকা রিলিফ ফান্ডে জোগাড় করলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা
Next articleঅতিমারির মোকাবেলায় এবার 4400 আইসোলেশন কোচ তৈরি করল রেলওয়ে। দেখুন বিস্তারিত
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply