টোকিও প্যারা অলিম্পিকে ভারতের ঘরে সোনা আনলেন অবনী লেখারা

টোকিও প্যারা অলিম্পিকে ভারতের ঘরে সোনা আনলেন অবনী লেখারা

এবার টোকিও প্যারালিম্পিক ২০২০ তে আবারও ভারতের ঘরে আসলো সোনা। রাইফেল শুটিং এ স্বর্ণপদক জয় করলেন অবনী লেখারা। শুধু সোনাজয় তিনি করেননি সাথে ইতিহাসের পাতায় নিজের নামও দাখিল করেছেন। অবনীর ফাইনালের স্কোর ইউক্রেনের Iryna এর ২০১৮ বিশ্ব রেকর্ডের সমান। লেখারার ফাইনাল স্কোর ২৪৯.৬।

প্যারালিম্পিকে তার এই সাফল্য সত্যিই নজরকাড়া। জানা যায় ১৯ বছর বয়সী শুটার লেখারার ২০১২ সালে গাড়ি দুর্ঘটনা হয়েছিল। এবং তাতে মেরুদন্ডে আঘাত পেয়েছিলেন তিনি। তবে এতে হেরে যান নি বা থেমে থাকেননি তিনি। তার চেষ্টা এবং মনের জোর তাকে আজ এই স্থানে দাঁড় করিয়েছে।

আরও পড়ুন – নীরজ বিশ্বের ক্রাশ এমনি মন্তব্য করলেন বলিউড অভিনেত্রী

এই প্রথম প্যারালিম্পিক এ ভারতীয় মহিলা হিসেবে স্বর্ণপদক জয় করলেন অবনী লেখারা। শুধু তাই নয় অলিম্পিকে ভারতীয় স্বর্ণ পদক জয়ী হিসাবে প্রথম ৫ জনের মধ্যে একজন হলেন তিনি। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল শুটিং এ অনন্য নজির গড়লেন তিনি।

Previous articleমহাকাশে পিৎজা পার্টি! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ভিডিও
Next articleমঙ্গলগ্রহের মাটিতে ৫ কিমি দীর্ঘ ফাটল! ধরা পড়ল আশ্চর্য ছবি

2 COMMENTS

Leave a Reply