1st ওভারে ৬টি চার খাওয়ার পর পৃথ্বী শ এর ঘার চেপে ধরল শিভম মাভি। দেখুন ভিডিও

IPL 2021 KKR vs DC news

আইপিএল 2021 খবর: আইপিএলের ২৫ তম ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় DC অধিনায়ক ঋষভ পন্ত। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৫৪/৬ রান করে kkr। কলকাতার হয়ে সর্বোচ্চ রান করে আন্দ্রে রাসেল ৪৫(২৭)।

রান তাড়া করতে নেমে স্বপ্নের মতো প্রথম ওভার শুরু করে DC ওপেনার পৃথ্বী শ ১ ওভারে ২৫ রান করে পৃথ্বী শ, যার মধ্যে ৬ বলে ৬ টি চার মারেন তিনি ও একটি হোয়াইট বল হয়। প্রসঙ্গত যারা জানেন না তাদের জন্য বলে রাখি ভারতের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে একসাথে খেলেছিলেন পৃথ্বী শ এবং শিভম মাভি। ২০১৮ সালের under-19 বিশ্বকাপে ভারতের অধিনায়ক ছিলেন পৃথ্বী শ এবং ওই বিশ্বকাপ জিতেওযায় ভারত।

আরো পড়ুন- সমস্যায় আবার রাজস্থান রয়েলস আইপিএল থেকে ছিটকে গেল এই তারকা ফাস্ট বোলার

বৃহস্পতিবারের ম্যাচে পৃথ্বী শ আবারো প্রমাণ করল যে শিভম মাভির কাছে অধিনায়ক এখনো তিনি। ম্যাচটিতে পৃথ্বী শ ৪১ বলে ৮২ রান করে দিল্লিকে জয় এনে দেয়। ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর দুই বন্ধুর মধ্যে খুনসুটি করতে দেখা যায়, হাত মেলানোর সময় পৃথ্বী শ মাভির গলা জড়িয়ে ধরলে, শিভম মাভি পৃথ্বী শ-য়ের ঘাড় চেপে ধরতে দেখা যায়। ক্যামেরাবন্দি হয়ে যায় সেই মুহূর্তটি। আইপিএলে অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করা হয়, নিচে ভিডিওটি দেওয়া হলো।

Twitter source- @IPL

মন্তব্য করুন