SpaceX Crew-1 এর নভশ্চরদের খারাপ আবহাওয়ার কারণে পৃথিবীতে ফিরে আনতে বিলম্ব

SPACEX Crew-1 এর নভশ্চরদের ফিরিয়ে আনতে বিলম্ব

Nasa এবং SpaceX আমেরিকার এই দুই মহাকাশ গবেষণা কেন্দ্র আরো একবার মহাকাশে থাকার নভশ্চরদের পৃথিবীতে ফিরিয়ে আনতে বিলম্ব ঘটিয়েছে। এই দুই মহাকাশ সংস্থার ক্রু-১ মিশনে থাকা ৪ জন নভশ্চরকে আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে ফিরিয়ে নিয়ে আসতে আরও কিছু সময় লাগবে বলে জানায় নাসা। তাদের এই বিলম্বের কারণ খারাপ আবহাওয়া।

স্পেসএক্স ক্রু-১ ক্রু ড্রাগণ ক্যাপসুলটি ৪ জন ক্রু মেম্বারদের নিয়ে আজ অর্থাত ৩০ এপ্রিল আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে বেরিয়ে গতকাল অর্থাৎ শনিবার (মে ১) মধ্যাহ্নের মধ্যেই পৌঁছে যাওয়ার কথা ছিল। তাদের এই যাত্রা ইতিমধ্যেই বিম্বের মধ্যে চলছিল। ক্যাপসুলটি পৃথিবীতে ফিরে আসার দিন নির্ধারিত হয়েছিল ২৮ এপ্রিল বুধবার। তবে সেই দিনের আবহাওয়ার পরিস্থিতি খারাপ থাকার কারণে নভশ্চরদের পৃথিবীতে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। তাদেরকে কবে ফিরিয়ে আনা সম্ভব হবে সে বিষয়ে এখনও পর্যন্ত নাসা এবং স্পেসএক্স একমত হতে পারেনি।

আরো পড়ুন -SPACEX এর পুরনো ক্যাপসুলে করেই আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাঠানো হলো নতুন ক্রু মেম্বারদের

স্পেসএক্স এর ক্রু-১ ড্রাগন স্পেসক্রাফটটি ফ্লোরীডার আটলান্টিক মহাসাগরে অথবা মেক্সিকোর গলফ-এ থাকা সাতটি আলাদা আলাদা টার্গেট সাইটের যে কোন একটিতে অবতরণ করবে। আর তাদের ফিরে আসার আগে পর্যন্ত নতুন চারজন নভশ্চর যারা সম্প্রতি সেখানে গিয়েছেন তারা আগামী ছয় মাস সেখানে থাকার জন্য প্রস্তুতি নিতে শুরু করবেন।

বর্তমানে আন্তর্জাতিক স্পেস স্টেশনে ১১ জন নভশ্চর রয়েছেন। এর আগে সর্বোচ্চ ১৩ জন নভশ্চর একসাথে এই ছোট্ট স্পেস স্টেশনে ছিলেন। ক্রু-১ ড্রাগণ স্পেসক্রাফট থেকে যে চারজন নভশ্চর পৃথিবীতে ফিরতে চলেছেন তাঁরা হলেন- Michael Hopkins, Victor Glover, Shannon Walker, এবং Soichi Noguchi। যতদিন তারা পৃথিবীতে না ফিরছেন ততদিন স্পেস স্টেশনে বিভিন্ন গবেষণা চালাবেন তারা এবং সেখান থেকে ইউরিন এর নমুনা নিয়ে আসবেন গবেষণার জন্য।

Previous article1st ওভারে ৬টি চার খাওয়ার পর পৃথ্বী শ এর ঘার চেপে ধরল শিভম মাভি। দেখুন ভিডিও
Next articleশীঘ্রই বাজারে আসতে চলেছে Iphone 13 pro, জানুন বিস্তারিত
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply