ছাত্রদের জন্য ভারতে ‘আমাজন একাডেমি’ লঞ্চ করতে চলেছে আমাজন

আমাজন একাডেমি
আমাজন একাডেমি

আমাজন কোম্পানির নাম আমরা সবাই শুনেছি, সারা বিশ্বে এবং ভারতের অনলাইন কেনা-কাটার নাম্বার-1 কোম্পানি হলো আমাজন। যে কোম্পানি একটি অনলাইন শপিং ওয়েবসাইট থেকে সাফল্য অর্জন করে বর্তমানে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রোডাক্ট জনগণের সামনে নিয়ে এসেছে। সেই রকমই একটি অনলাইন অ্যাপ তারা চালু করতে চলেছে যার নাম ‘আমাজন একাডেমি‘ খুব শীঘ্রই এটি গুগল প্লে-স্টোরে ও অ্যাপেল স্টোরে উপলব্ধ হবে।

কি এই ‘আমাজন একাডেমি’

আসুন জেনে নেওয়া যাক কি এই ‘আমাজন একাডেমি’। আমাজন কোম্পানির এই অ্যাপটি একটি শিক্ষামূলক অ্যাপ বা ওয়েবসাইট রূপে ভারতে লঞ্চ করা হবে। ‘আমাজন ভারত‘ বুধবার এই অ্যাপ এর ব্যাপারে ঘোষণা করে। এই অ্যাপের মাধ্যমে মূলত JEE (joint entrance examination) প্রার্থীদের জন্য তৈরি করা হয়েছে।

12 ক্লাস উত্তীর্ণ হওয়ার পর যে সমস্ত ছাত্র-ছাত্রীরা ইঞ্জিনিয়ারিং কলেজে সুযোগ পাওয়ার জন্য পড়াশোনা করে, যাতে JEE পরীক্ষা দিয়ে ভালো কলেজে সুযোগ পাওয়া যায়। সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য এই আমাজন একাডেমি প্রায় 15,000 সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ও সারা ভারতের বিশেষজ্ঞদের দ্বারা তৈরি বিভিন্ন মক টেস্ট এর মধ্যে থাকবে।

আমাজন ভারতের তরফ থেকে বলা হয়েছে যে অ্যাপটির মধ্যে শিক্ষার্থীরা স্নাতকোত্তর প্রশ্নপত্র, পদার্থবিদ্যা, রসায়ন, গণিত ও সেইসঙ্গে লাইভ ক্লাসও দেওয়া হবে। JEE এর সাফল্য অর্জনের জন্য প্রয়োজনীয় যা দরকার অনুশীলন মাফিক সাজানো হবে অ্যাপটির মধ্যে। সংস্থার তরফ থেকে আরও দাবি করা হয়েছে, যে ধরনের প্রশ্নাবলী, ভিডিও, লাইভ ক্লাস, মক টেস্ট অ্যাপটির মধ্যে থাকবে শুধুমাত্র JEE নয় BITSHT, MET, VITEEE ও SRMJEEE পরীক্ষার প্রার্থীরাও উপকার পাবেন।

আরো পড়ুন- বৃহস্পতির চাঁদ থেকে আগত অদ্ভুত রেডিও সিগন্যাল। তবে কি এলিয়েন দের ইঙ্গিত

আমাজন একাডেমি Free or Paid

এখন খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যাপটি কি বিনামূল্যে পরিষেবা দেবে না এটি ব্যবহারের জন্য আপনাকে টাকা দিতে হবে। তবে বলে রাখি সুখবর এটাই যে অ্যাপটি বর্তমানে বিনামূল্যে আপনাকে পরিষেবা দেবে কিন্তু অবশ্যই হয়ত 1 বা 2 বছর পর এটি ব্যবহারের জন্য আপনাকে কিছু মূল্য দিতে হবে, যেমন অন্যান্য শিক্ষা মূলক আপ গুলি ওয়েব দুনিয়াতে রয়েছে। ধন্যবাদ।

Previous articleসোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল জাহ্নবী কাপুরের বেলি ডান্সের ভিডিও
Next articleSPACEX-এর উন্নত প্রযুক্তির Cargo Dragon supply ship প্রথমবার আটলান্টিকে অবতরণ করল
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

2 COMMENTS

Leave a Reply