লঞ্চ হল অ্যাপেল জলের বোতল। দাম শুনলে চোখ কপালে উঠবে

অ্যাপেল জলের বোতল: ট্রিলিয়ন ডলারের এই কোম্পানি নাকি জলের বোতল বিক্রি করবে, হ্যাঁ বাস্তবে এটাই সত্যি। মোবাইল প্রস্তুতকারক কোম্পানি অ্যাপেল সম্প্রতি বাজারে তাদের বোতল লঞ্চ করেছে। তবে এই বোতল বর্তমানে আমেরিকার বাজারে উপলব্ধ থাকবে, বিশ্বের অন্যান্য জায়গায় বর্তমানে এটি পাওয়া যাবে না। কিন্তু বোতলটির দাম কত? মার্কিন ডলার অনুযায়ী এই বোতলটির দাম ৫৯.৯৮$ যা ভারতীয় টাকায় ৪,৬০০ টাকা।

অ্যাপেল এই বোতলটির নাম দিয়েছে হাইড্রেট স্পার্ক (Hidrate Spark)। তবে আপনার হয়তো ভাবতেই পারেন বোতলটির মধ্যে এমন কি আছে যার জন্য বোতল টির মূল্য এরকম। এটি একটি স্মার্ট ওয়াটার বোতল যার সাহায্যে আপনি প্রতিদিন কত পরিমাণ জল বা তরল পদার্থ নিজের শরীরে দিচ্ছেন সেটি জানা যাবে। এছাড়া এটি অ্যাপেল হেলথের সঙ্গেও যুক্ত থাকবে ব্লুটুথের মাধ্যমে। আপনি যদি প্রতিদিন পরিমাণমতো জল পান না করেন তবে এটি আপনাকে এ্যালাট করবে। অ্যাপেলের এই বোতল জলকে ২৪ ঘন্টা ধরে ঠান্ডা রাখতে সক্ষম।

আরো পড়ুন- Yamaha MT-15 V2.0: লঞ্চ হল ইয়ামাহার MT-15 মডেলের ভার্সন-2

এই বোতলটিও দুটি ভাগে আপনি পাবেন হাইড্রেট স্পার্ক প্রো ও হাইড্রেট স্পার্ক প্রো স্টিল। যেখানে হাইড্রেট স্পার্ক প্রো কালো এবং ধূসর রঙের পাবেন ও হাইড্রেট স্পার্ক প্রো স্টিল আপনারা লাল, নীল, সবুজ রঙে উপলব্ধ রয়েছে।

“লঞ্চ হল অ্যাপেল জলের বোতল। দাম শুনলে চোখ কপালে উঠবে”-এ 3-টি মন্তব্য

Leave a Reply