NIT পাটনার ছেলে আমাজনে চাকরি পেল রেকর্ড ব্রেকিং বেতনের

পাটনা: NIT (ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি) এর ছাত্র অভিষেক কুমার আমাজনে রেকর্ড ব্রেকিং করা অর্থের বিনিময়ে চাকরি পেল। কিন্তু কত টাকা? ভারতীয় সংবাদমাধ্যম অনুসারে অভিষেক কুমার ১.৮ কোটি টাকা বার্ষিক অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে আমাজনে। কলেজ পাস করে একটি ভারতের কোন ছাত্র-ছাত্রীর সর্বোচ্চ বেতনের চাকরি বলে মনে করা হচ্ছে।

NIT পাটনার শেষ বর্ষের কম্পিউটার সাইন্সের ছাত্র অভিশেক শর্মা গত বছর ডিসেম্বর মাসে আমাজনের দ্বারা আয়োজিত কোডিং পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। সেখান থেকে উত্তীর্ণ হবার পরে আন্তর্জাতিক পর্যায়ে মোট তিনটি ইন্টারভিউয়ে তিনি অংশগ্রহণ করেন, সেখানে উত্তীর্ণ হওয়ার পর আমাজন জার্মানির তরফ থেকে চাকরির অফার করা হয় অভিশেক শর্মা কে।

আরো পড়ুন- Yamaha MT-15 V2.0: লঞ্চ হল ইয়ামাহার MT-15 মডেলের ভার্সন-2

ভারতে কোন ছাত্রছাত্রীদের কাছে এটি সর্বোচ্চ বেতনের প্যাকেজ বলে মনে করা হচ্ছে। অভিশেক শর্মার পূর্বে এই রেকর্ড ছিল অদিতি তেওয়ারির কাছে। ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশনের ছাত্রী অদিতি তেওয়ারি ফেসবুকের পক্ষ থেকে ১.৬ কোটি টাকা প্যাকেজের বেতনের চাকরি পেয়েছিলেন। অদিতি তেওয়ারির পূর্বের পার্টনার মেয়ে সম্প্রীতি যাদব গুগোল এর তরফ থেকে ১.১ কোটি টাকা প্যাকেজের বেতনের চাকরি পেয়েছিলেন।

এবছর NIT পাটনা ১৩০% প্লেসমেন্ট অর্জন করেছে যা এক প্রকার একটি রেকর্ড। অতিমারি পরিস্থিতি কাটিয়ে ধীরে ধীরে কলেজগুলি তাদের ক্যাম্পাসিং এর ব্যবস্থা করছে এবং ইন্ডাস্ট্রিয়াল কাজকর্ম নিজের রাস্তায় ফিরছে।

Twitter Credit- NIT Patna

“NIT পাটনার ছেলে আমাজনে চাকরি পেল রেকর্ড ব্রেকিং বেতনের”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন