BSF নিয়োগ ২০২২। দেখে নিন কিভাবে আবেদন করবেন

BSF নিয়োগ ২০২২: ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) নিয়োগ করতে চলেছে কিছু প্রার্থী। বর্তমান সময়ে সরকারি চাকরির বিজ্ঞপ্তি যথেষ্ট কম কিন্তু তা সত্বেও পশ্চিমবঙ্গের প্রার্থীরা আবেদন করতে পারে এমন সরকারি চাকরির খবর আমাদের ওয়েবসাইটের পেয়ে যাবেন, সেই কারণে আমাদের সোশ্যাল মিডিয়া পেজ বা ওয়েবসাইটকে ফলো করতে পারেন।

যারা সামরিক বাহিনী বা কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য আরো এক সুযোগ। কিছু ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল পদে নিয়োগ করবেন বর্ডার সিকিউরিটি ফোর্স, আবেদনের শেষ তারিখ ঘোষণা করা হয়েছে ৮ জুন, ২০২২। বিজ্ঞপ্তির অফিশিয়াল নোটিফিকেশন ও এই চাকরীর আগামীদিনের আপডেট পাওয়ার জন্য অফিশিয়াল ওয়েবসাইট কে ফলো করবেন bsf.gov.in।

কিভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, নির্বাচন পদ্ধতি ইত্যাদি বিষয়ে বিশদ জানতে সম্পূর্ন পোস্ট পড়ুন। মোট ৯০ টি পদে নিয়োগ করা হবে যারা তিন বছরের ডিপ্লোমা কোর্স পাস করে আছেন তারা এই পদগুলিতে আবেদন করতে পারবেন বিশদে নিচে বিবরণ দেওয়া আছে।

সংস্থাবিএসএফ
চাকরি স্থানসারা ভারত
শূন্যপদ৯০
পোস্টইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর, জুনিয়ার ইঞ্জিনিয়ার
শিক্ষাগত যোগ্যতাটেকনিক্যাল ডিপ্লোমা
আবেদন পদ্ধতিঅনলাইন
বয়স৩০ এর নিচে
বেতন৪৪,৯০০-১১২,৪০০
আবেদন শেষ০৮/০৬/২০২২

BSF নিয়োগ ২০২২ শূন্যপদ-

এই বিজ্ঞপ্তিতে মোট ৯০ টি পদে নিয়োগ করবে বর্ডার সিকিউরিটি ফোর্স।

BSF নিয়োগ ২০২২ শূন্যপদের বিবরণ-

  • ইন্সপেক্টর- ০১
  • সাব ইন্সপেক্টর- ৫৭
  • জুনিয়ার ইঞ্জিনিয়ার, সাব ইন্সপেক্টর ইলেকট্রিক্যাল- ৩২

আরো পড়ুন- ভাবা পরমাণু গবেষণা কেন্দ্র নিয়োগ ২০২২। শূন্যপদ, শেষ তারিখ বিশদে দেখুন

BSF নিয়োগ ২০২২ শিক্ষাগত যোগ্যতা-

ইন্সপেক্টর- আর্কিটেকচারে ডিগ্রী পাস করে থাকতে হবে, সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে।
সাব ইন্সপেক্টর- সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা পাস করে থাকতে হবে।
জুনিয়ার ইঞ্জিনিয়ার, সাব ইন্সপেক্টর ইলেকট্রিক্যাল- ৩ বছরের ডিপ্লোমা পাস করে থাকতে হবে ইলেকট্রিক্যালে।

BSF নিয়োগ ২০২২ বয়স সীমা-

উপরে উল্লেখিত তিনটি পদের জন্যই বয়সসীমা ৩০ বছরের নিচে হতে হবে। এছাড়া ST, SC, ওবিসি ও অন্যান্যরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। বিশদে জানতে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

BSF নিয়োগ ২০২২ নির্বাচন প্রক্রিয়া-

লিখিত পরীক্ষা হবে দুটি পর্যায় এবং এরপর ইন্টারভিউ ও মেডিকেল এর মাধ্যমে নিয়োগ করা হবে।

BSF নিয়োগ ২০২২ আবেদন মূল্য-

২০০ ঢাকা আবেদন মূল্য দিতে হবে অনলাইনে, ST, SC, women, PWD,
ex serviceman দের কোন আবেদন মূল্য দিতে হবে না।

কিভাবে আবেদন করবেন?

অনলাইনে আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটের (bsf.gov.in) মাধ্যমে।
সকল প্রার্থীকে অনুরোধ করা হচ্ছে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি একবার বিশদে পরে তবেই আবেদন করার জন্য।

আবেদনের শেষ তারিখ০৮/০৬/২০২২
অফিশিয়াল নোটিফিকেশনClick Here

মন্তব্য করুন