“যতদিন সেরা হওয়ার ক্ষুধা থাকে তুমি জিতবে”- বিরাট কোহলি

বিরাট কোহলি: বর্তমান যুগে মডার্ন ডে গ্রেটসদের মধ্যে ধরা হয় বিরাট কোহলি কে। টেস্ট, ওডিআই, টি-টোয়েন্টি সমস্ত ফরম্যাটেই নিজের অস্তিত্বের জানান দিয়েছে বিরাট কোহলি। বাংলাদেশের বিরুদ্ধে শেষ ওয়ানডেতে সেঞ্চুরি এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওডিআই তে শতরান রান করে আবারো ফর্মে ফিরে এসেছে বিরাট কোহলি। ৪৫ তম শতরান করে বিরাট কোহলি এখন রেকর্ডের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। কারণ ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন শচীন টেন্ডুলকার ৪৯ টি। এই রেকর্ডটি ভাঙলে বিশ্ব ক্রিকেট ওডিআই ফরমেটের সেরা ক্রিকেটারকে খুঁজে পাবে।

কেরালাতে তৃতীয় ওডিআই ম্যাচের পূর্বে শ্রীলংকার ক্রিকেটার চামিকা করুণারত্নে বিরাট কোহলির সঙ্গে একটি ছবি তুলেছেন এবং সেই ছবি তার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এবং ক্যাপশনে লিখেছেন,
“লোকেরা বলে এটা অহংকার, তারা বলে এটা ক্যামেরার জন্য, কেউ বলে এটা শোয়ের জন্য। কিংবদন্তি বলেছেন তিনি ক্ষুধা দেখেন। তিনি বলেন, যতক্ষণ সেরা হওয়ার ক্ষুধা থাকে ততক্ষণ তুমি জিতবে।”

আরো পড়ুন- সূর্য কুমার যাদব ইন্টারভিউ নিলেন বিরাট কোহলির, দেখুন সেই ভিডিও

প্রথম ওডিআই ম্যাচে বিরাট কোহলি ১১৩ রান করে ৮৭ বলে যার মধ্যে ছিল ১২টি চার ও একটি ছয়। ইডেন গার্ডেন যদি তিনি সেঞ্চুরি করতেন তবে এটি সেঞ্চুরির হ্যাটট্রিক হতো। কেরালাতে তৃতীয় একদিনের ম্যাচে বিরাট কোহলি এই আর্টিকেলটি লেখা পর্যন্ত ৭৬ রান করেছেন ৭৩ বলে। ওডিআই ক্রিকেটে এখনো পর্যন্ত বিরাট কোহলি ১২৬৬৩ রান করেছেন ৫৭.৮২ গড় রানের সাথে।

Previous articleলালচে পিঙ্ক শাড়িতে জাহ্নবী কাপুর, দেখুন তার অসাধারণ ছবিগুলি
Next article“ধোনির থেকে ব্যাটিং ও অধিনায়কত্ব শিখেছি”- মঈন আলী
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply