Auto Expo 2023: ভারতে লঞ্চ হলো বিশ্বের প্রথম সেলফ ব্যালান্সিং ই-স্কুটার

Auto Expo 2023: অটো এক্সপো ২০২৩-এর ইভেন্টে নতুন একটি ই-স্কুটার লঞ্চ করা হয়েছে। এই স্কুটারটি বিশ্বের প্রথম সেলফ ব্যালান্সিং ই-স্কুটার।

বিশ্বের প্রথম Self Balancing E-scooter এর এক ঝলক দেখানো হলো অটো এক্সপো ২০২৩ ইভেন্টে। Liger Mobility নামক একটি সংস্থার তরফ থেকে এই ই-স্কুটারটি লঞ্চ করা হয়েছে। এই সংস্থার তরফ থেকে সেলফ বেলান্সিং ই-স্কুটারের দুটি মডেল সামনে আনা হয়েছিল। এই দুটি মডেলের দুটিতেই সেলফ বেলান্সিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে, মডল দুটির নাম দেওয়া হয়েছে Liger X এবং Liger X+। ৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিসহ থাকছে লিকুইড কুল লিথিয়াম আয়ন ব্যাটারী প্যাক। চলুন এক নজরে এই ই- স্কুটারের দুর্দান্ত ফিচার গুলি দেখে নেওয়া যাক।

Liger X এবং Liger X+ ইলেকট্রিক স্কুটার দুটিতেই কোম্পানির তরফ থেকে বিভিন্ন ফিচার দেয়া হয়েছে। সম্পূর্ণ স্পেসিফিকেশন সামনে না আসলেও জানা গিয়েছে এই দুটি স্কুটারের সর্বোচ্চ স্পিড ৬৫ কিলোমিটার পার ঘণ্টা। যেখানে Liger X মডেলটি একবার চার্জে ৬০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে এবং Liger X+ মডেলটি একবার চার্জে ১০০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম। এছাড়াও থাকছে লিকুইড কুল লিথিয়াম আয়ন ব্যাটারি। এই ব্যাটারি হবে ডিটাচেবল। Liger X স্কুটারের ব্যাটারি পুরোপুরি চার্জ হতে সময় নেবে তিন ঘন্টা অন্যদিকে Liger X+ মডেলটিতে সম্পূর্ণ চার্জ হতে সময় নেবে ৪.৫ ঘন্টা। তবে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে ফাস্ট চার্জিং এরও অপশন পাওয়া যাবে।

আরো পড়ুন -Hyundai E-car: ভারতের লঞ্চ হলো hyundai এর ইলেকট্রিক গাড়ি loniq 5 EV

এবার চলে আসে যাক Liger Mobility-এর এই দুটি এই স্কুটারের দামের উপর। ভারতে এই মডেল দুটির মধ্যে Liger X ইলেকট্রিক স্কুটারের দাম রাখা হয়েছে ৯০ হাজার টাকা (এক্স শোরুম)। এই দুটি স্কুটারের প্রি বুকিং শুরু হবে এই বছরের মাঝামাঝি সময়ে। তবে ডেলিভারি হবে দু’বছর পর অর্থাৎ ২০১৫ সাল থেকে। জানা গিয়েছে ২০২৫ সালের মার্চ বা এপ্রিল মাস থেকেই ডেলিভারি দেওয়া শুরুর কথা ভাবছে Liger mobility।

“Auto Expo 2023: ভারতে লঞ্চ হলো বিশ্বের প্রথম সেলফ ব্যালান্সিং ই-স্কুটার”-এ 2-টি মন্তব্য

Leave a Reply