Bajaj Dominar 250 বনাম Yamaha FZ25, সেরা কোনটি?

Bajaj Dominar 250 বনাম Yamaha FZ25: স্ট্রিটফাইটার বাইক সেগমেন্টের বাইক গুলির মাঝে ইয়াংস্টার দের কাছে বেশ জনপ্রিয় দুটি বাইক Bajaj Dominar 250 এবং Yamaha FZ25।

ভারতের বাজারে ইয়াংস্টার দের মধ্যে স্টাইল, ফিচার ও মাইলেজের দিক দিয়ে দুটি বাইক বেশ জনপ্রিয়। এই বাইক দুটি হল Bajaj Dominar 250 এবং Yamaha FZ25। যদিও এই সেগমেন্টে আরো কয়েকটি কোম্পানির বাইক রয়েছে, যেমন বাজাজ পালসার, ইয়ামাহা এবং টিভিএস বাইক। তবে সবচেয়ে জনপ্রিয় Bajaj Dominar 250 এবং Yamaha FZ25। চলুন দেখে নেওয়া যাক মাইলেজ, ফিচার, ডিজাইন এবং ইঞ্জিনের ক্ষমতায় কোনটি এগিয়ে।

দামের পার্থক্য:

Bajaj Dominar 250 বাইকের দাম ভারতীয় বাজারে ১.৭৫ লাখ থেকে শুরু (ExShowroom)। অন্যদিকে Yamaha FZ25 এর ভারতীয় বাজারে দাম ১.৫০ লাখ (ExShowroom)। অর্থাৎ ইয়ামাহা গাড়ির দাম ডমিনারের চেয়ে ২৫ হাজার টাকা কমে পেয়ে যাবেন আপনি।

ইঞ্জিনের ক্ষমতা:

Bajaj Dominar 250 বাইকে ব্যাবহার করা হয়েছে ২৪৮.৭৭ cc সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিনের ক্ষমতা সর্বোচ্চ ২৭ps এবং টর্ক ২৩.৫ nm। অন্যদিকে yamaha FZ25 বাইকে থাকছে ২৪৯cc সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিনের সর্বোচ্চ ক্ষমতা ২০.৮ps, পিক টর্ক ২০.১nm। দুটি বাইকেই ৫ স্পিড গিয়ার দেওয়া হয়েছে। এখান থেকে একথা স্পষ্টই বোঝা সম্ভব যে বাজাজ ডমিনার ইয়ামাহার ইঞ্জিনের দিক থেকে এগিয়ে রয়েছে।

মাইলেজ:

বাজাজ অটো দাবি করে তাদের বাজাজ ডমিনার ২৫০ ৩৫.৩ কিলোমিটার মাইলেজ দেয় প্রতি লিটারে। অন্যদিকে ইয়ামাহার দাবি করে তাদের FZ২৫ ৫০.৩৩ কিলোমিটার মাইলেজ দেয় প্রতি লিটার তেলে। অর্থাৎ ১৫ কিলোমিটার প্রতি লিটারে বেশি মাইলেজ দেয় ইয়ামাহার FZ ২৫।

আরো পড়ুন –

ব্রেকিং সিস্টেম

বাজাজ ডমিনারে বেকিং এর জন্য দেয়া হয়েছে ডুয়েল ডিস্ক ব্রেক সহ ডুয়েল চ্যানেল এবিএস সিস্টেম। অন্যদিকে ইয়ামাহা FZ২৫ এ সামনে এবং পিছনের উভয় চাকায় ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে যার সঙ্গে সামনের চাকায় ডুয়েল চ্যানেল এন্টি লক ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।

দুটি দুর্দান্ত বাইকের তুলনামূলক পার্থক্য করার পর এ কথা স্পষ্টই বোঝা সম্ভব যে ইয়ামাহা FZ২৫ দাম এবং মাইলেজের দিক থেকে বাজাজ ডমিনার এর চেয়ে ভালো। কিন্তু বাজাজ ডমিনারের ইঞ্জিন এবং ব্রেকিং সিস্টেম ইয়ামাহা FZ২৫ এর তুলনায় অনেক বেশি উন্নত।

মন্তব্য করুন