বাংলা আবাস যোজনা নতুন তালিকা ২০২৩

বাংলা আবাস যোজনা নতুন তালিকা ২০২৩: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আবাস যোজনার নতুন তালিকা প্রকাশ করেছেন। পশ্চিমবঙ্গের যে সকল পরিবার রাস্তা, ফুটপাথ, তাবু, বস্তিতে বসবাস করেন তাদের প্রত্যেককে বাংলা আবাস যোজনার আওতায় আবাস প্রদানের বন্দোবস্ত করে দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। বাংলা আবাস যোজনার ২০২৩ সালের নতুন তালিকা জারি করা হয়েছে। বাংলা আবাস যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনার একটি অংশ। এই নিবন্ধে আমরা জানবো বাংলা আবাস যোজনার নতুন তালিকা সম্পর্কে।

বাংলা আবাস যোজনা নতুন তালিকা ২০২৩:

পশ্চিমবঙ্গ সরকার বাংলা আবাস যোজনা নতুন তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় যাদের নাম রয়েছে তারা রাজ্য সরকারের তরফ থেকে নিজস্ব বাড়ি পাবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে বাংলা আবাস যোজনা শুরু করা হয়েছে। ২০২৩ সালের মধ্যে রাজ্য সরকার ১০ লক্ষেরও বেশি বাড়ি তৈরি করবে এই যোজনার আওতায়। নাগরিকদের আর্থিক সহায়তা হিসেবে এই যোজনায় ১,২০,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে। এই পরিমাণ অর্থ সরকার নাগরিকদের জন্য তিনটি কিস্তিতে বরাদ্দ করবে। যে সমস্ত নাগরিকদের নাম বাংলা আবাস যোজনায় তালিকাভুক্ত করা হয়েছে তারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজেদের নাম যাচাই করে নিতে পারবেন।

বাংলা আবাস যোজনা ওভারভিউ

প্রকল্পের নামবাংলা আবাস যোজনা
চালু করেছেনপশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
সাল২০২৩
সুবিধাভোগীগরীব পরিবার
আবেদন পদ্ধতিঅনলাইন অথবা অফলাইন
উদ্দেশ্যদারিদ্র সীমার নিচে বসবাসকারী নাগরিকদের আবাস প্রদান করা
সুবিধাভোগীরাজ্যের প্রতিটি গরিব পরিবারকে থাকার জন্য আবাসস্থল প্রদান
বিভাগপশ্চিমবঙ্গ সরকার প্রকল্প
অফিসিয়াল ওয়েবসাইটhttps://pmayg.nic.in/

বাংলা আবাস যোজনা নতুন তালিকা ২০২৩: উদ্দেশ্য

পশ্চিমবঙ্গ সরকার দ্বারা প্রকাশিত বাংলা আবাস যোজনা নতুন তালিকা ২০২৩ এর মূল উদ্দেশ্য সেই সমস্ত পরিবারকে নিজস্ব আবাসস্থল প্রদান করা, যাদের থাকার জন্য ঘর নেই। পশ্চিমবঙ্গ রাজ্যের এমন অনেক পরিবার রয়েছেন যারা রাস্তায়, বস্তিতে বা তাঁবুরতে জীবন যাপন করেন। এই ধরনের দরিদ্র পরিবারকে থাকার জন্য একটি আবাসস্থল দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্প চালু করেছে। যে সমস্ত পরিবারের বাংলা আবাস যোজনার তালিকায় নাম রয়েছে তারা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি নিজস্ব বাড়ি পাবেন। এই সমস্ত গরিব পরিবারের তালিকা নির্বাচন করা হয়েছে আর্থ-সামাজিক বর্নশুমারি অনুযায়ী।

বাংলা আবাস যোজনা নতুন তালিকা ২০২৩: গুরুত্বপূর্ণ তথ্য

  • এই কর্মসূচির অধীনে শৌচাগার নির্মাণের জন্য SBMG, MGNREGA সাহায্য নেবে পশ্চিমবঙ্গ সরকার
  • সুবিধাভোগীদের পানীয় জল, বিদ্যুৎ সংযোগ এবং এলপিজি গ্যাস সংযোগের জন্য বিভিন্ন সরকারি কর্মসূচির সাহায্য নেবে পশ্চিমবঙ্গ সরকার
  • সমতল এলাকায় ইউনিট সহায়তার খরচের ৪০% বহন করবে রাজ্য সরকার ৬০% বহন করবে কেন্দ্রীয় সরকার
  • উত্তর-পূর্ব এবং পাহাড়ি অঞ্চল গুলোর ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বহন করবে ৯০% এবং রাজ্য সরকার বহন করবে ১০%
  • চার শতাংশ প্রশাসনিক ব্যায় সহ রাজ্য সরকারকে ৯০ শতাংশ তহবিল বরাদ্দ করবে কেন্দ্রীয় সরকার
  • কেন্দ্র সরকার রাজ্যগুলিতে দুটি সমান কিস্তিতে অর্থ বিতরণ করবে
  • রাজ্য সরকার এর তরফ থেকে যে অর্থ সুবিধাভোগীরা পাবে তা সরাসরি ব্যাংক একাউন্টে স্থানান্তর করা হবে

বাংলা আবাস যোজনা নতুন তালিকা: সুবিধা

  • বাংলা আবাস যোজনা নতুন তালিকা ২০২৩ জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। খুব সহজেই এই তালিকায় আপনার নাম অনুসন্ধান করতে পারবেন।
  • পশ্চিমবঙ্গের যে সকল পরিবার এই তালিকার আওতায় রয়েছেন সেই সমস্ত পরিবারগুলিকে নিজস্ব বাড়ি দেওয়া হবে
  • ২০২৩ সালে এই প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গ সরকার ১০ লক্ষেরও বেশি বাড়ি তৈরি করবে
  • এই প্রকল্প অধীনে সে সমস্ত নাগরিকরাই সুবিধা পাবেন যাদের নাম অর্থ সামাজিক জাতি শুমারির তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে
  • এই প্রকল্পের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করার জন্য অতিরিক্ত কোন আবেদনপত্র জামাত দেওয়ার প্রয়োজন নেই। অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে প্রত্যেক সুবিধাভোগীরা তাদের নাম অনুসন্ধান করতে পারবেন এই তালিকার মাধ্যমে
  • বাংলা আবাস যোজনা নতুন তালিকা অন্তর্ভুক্ত নাগরিকরাই শুধুমাত্র এই সুবিধা পাবেন
  • বাংলা আবাস যোজনা নতুন তালিকা ২০২৩ অনুযায়ী নাগরিকরা তাদের বাড়ি নির্মাণের জন্য তিনটি কিস্তিতে সম্পূর্ণ অর্থ ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাবেন

বাংলা আবাস যোজনা নতুন তালিকা ২০২৩: যোগ্যতার মানদন্ড এবং প্রয়োজনীয় ডকুমেন্টস

বাংলা আবাস যোজনা নতুন তালিকা নাম নথিভুক্ত হওয়ার জন্য সুবিধাভোগীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে

এই যোজনার আওতায় তালিকায় আবেদন করার জন্য প্রয়োজন হবে এই সকল তথ্য

  • আধার কার্ড
  • মোবাইল নম্বর
  • কাস্ট সার্টিফিকেট
  • পাসপোর্ট সাইজ ছবি
  • স্থায়ী বাসিন্দার শংসাপত্র

বাংলা আবাস যোজনা নতুন তালিকা ২০২৩: আবেদন করার পদ্ধতি

যদি কোন পশ্চিমবঙ্গের নাগরিক বাংলা আবাস যোজনা আওতায় সুবিধা পেতে চান তাহলে নিম্নলিখিত পদ্ধতিগুলি অনুসরণ করার মাধ্যমে তিনি আবেদন জানাতে পারবেন

  • আবেদন জানানোর জন্য প্রথমে আপনাকে যেতে হবে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা অফিসিয়াল ওয়েবসাইটে https://pmayg.nic.in/
  • ওয়েবসাইটে প্রথমে হোম পেজ খুলবে
বাংলা আবাস যোজনা নতুন তালিকা ২০২৩
  • হোম পেজ থেকে পশ্চিমবঙ্গ বাংলা আবাস যোজনায় আবেদন করার জন্য ‘AWAASSOFT’ বিকল্পটি বেছে নিতে হবে
  • এই বিকল্প বেছে নেওয়ার পরে আপনার সামনে একটি ড্রপ বক্স খুলবে
  • ড্রপবক্স থেকে আপনাকে ‘Data Entry’ খুঁজে নিয়ে ক্লিক করতে হবে, আপনার সামনে নতুন একটি পেজ খুলবে
বাংলা আবাস যোজনা নতুন তালিকা ২০২৩
  • এখানে আপনাকে বেছে নিতে হবে ‘Data Entry For AWAAS+’ এবং নিজের রাজ্য বেছে নিতে হবে পশ্চিমবঙ্গ
  • এখানে আপনার সামনে আসবে একটি লগইন ফর্ম এই লগইন ফর্মে আপনার লগইন শংসাপত্র এবং ক্যাপচা কোড বিবরণ দিতে হবে এবং লগইনে ক্লিক করতে হবে
  • এরপর আপনার সামনে চারটি বিকল্প প্রদর্শিত হবে যার মধ্যে থেকে আপনাকে বেছে নিতে হবে ‘PMAY G Online Application’ বিকল্পটি
  • আপনার সামনে একটি আবেদনপত্র প্রদর্শিত হবে এই আবেদন পত্রের প্রয়োজনীয় তথ্য এবং বিভিন্ন বিবরণ যেমন ব্যক্তিগত বিবরণ, ব্যাংক একাউন্টের বিবরণ ইত্যাদি দিতে হবে
  • এরপর আপনাকে ক্লিক করতে হবে ‘Submit’ বিকল্পে
  • এরপর আপনাকে পুনরায় লগইন করতে হবে, এবং বেছে নিতে হবে ‘Registration Form’
  • এখান থেকে আপনি প্রয়োজনীয় পরিবর্তন করে এবং বিভিন্ন নথি আপলোড করে ‘Submit’ বিকল্পটি বেছে নেবেন

Read More,

বাংলা আবাস যোজনা নতুন তালিকা: PDF দেখার পদ্ধতি

পশ্চিমবঙ্গের যে কোন নাগরিক বাংলা আবাস যোজনার নতুন তালিকার পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাইলে নিম্নলিখিত নিয়মাবলী অনুসরণ করতে পারেন।

  • পিডিএফ ফাইল ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে যেতে হবে অফিশিয়াল ওয়েবসাইটে
  • ওয়েবসাইটের হোমপেজ থেকে বাংলা আবাস যোজনা নতুন তালিকা দেখতে পারবেন
  • হোম পেজ থেকে আপনাকে বেছে নিতে হবে ‘SCHEME’ এ থাকা ‘BAY’ বিকল্পটি
  • আপনার সামনে নতুন যে পেজটি প্রদর্শিত হবে সেখান থেকে আর্থিক বছর এবং বিভাগের মতো বিভিন্ন তথ্যের সঠিক বিকল্প বেছে নিয়ে আপনি বাংলা আবাস যোজনার নতুন তালিকা PDF ডাউনলোড করতে পারবেন
  • PDF ফাইল ডাউনলোড করার জন্য ‘PDF’ বিকল্পটি আপনাকে বেছে নিতে হবে

Leave a Reply