প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি বেনিফিশিয়ারি স্ট্যাটাস

প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি বেনিফিশিয়ারি স্ট্যাটাস: পিএম কিষান সুবিধাভোগীদের বেনিফিশিয়ারি স্ট্যাটাস, ১৪ তম কিস্তি, KYC, রেজিস্ট্রেশন প্রত্যাখ্যানের তালিকা এবং লগইনের বিশদ বিবরণ এখানে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার বিস্তারিত তথ্য আপনি জানতে পারবেন এই পোষ্টের মাধ্যমে। ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি ভারতীয় কৃষকদের সাহায্য করার জন্য বিভিন্ন উপায়ে নিয়ে এসেছিলেন। বর্তমানে ভারতের কৃষকদের আয়কে সমর্থন করতে এবং তাদের ঋণে জর্জরিত হয়ে পড়া থেকে বাঁচানোর জন্য বেশ কয়েকটি প্রকল্প চালু করা হয়েছিল ভারত সরকারের তরফ থেকে, যার মধ্যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা অন্যতম।

প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি: ওভারভিউ

স্কিমের নামপ্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা
স্কিমের উদ্দেশ্যভারতের কৃষকদের বার্ষিক আর্থিক আইকিও সমর্থন করা
চালু হয়েছেফেব্রুয়ারি ২০২৩
মোট যোগ্য কৃষকপ্রায় ১৩ কোটি
কিস্তির পরিমাণ২০০০ টাকা
বছর প্রতি মোট পরিমাণ৬০০০ টাকা
শ্রেণীবিভাগকেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত
দায়িত্বশীল বিভাগডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এন্ড ফার্মার ওয়েলফেয়ার
এখনো পর্যন্ত বিতরণ করা হয়েছে২.২৪ লক্ষ্য কোটি টাকা
অর্থায়ন১০০% অর্থায়ন কেন্দ্রীয় সরকারের
শেষ ১২ তম কিস্তির তারিখ১৭ই অক্টোবর ২০২২
শেষ পেমেন্টের সময় কালডিসেম্বর-মার্চ ২০২৩
১৪তম কিস্তির জন্য প্রকাশিত তারিখমে-২০২৩
১৪ তম কিস্তির জন্য নির্ধারিত সময়দুপুর ১২ টা
কিস্তির পদ্ধতিসরাসরি ব্যাংক স্থানান্তর
অফিসিয়াল ওয়েবসাইটhttps://pmkisan.gov.in/

প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি বেনিফিশিয়ারি স্ট্যাটাস:

ভারতের প্রধানমন্ত্রী কার্যালয় ভারতীয় কৃষকদের সাহায্য করার জন্য বিভিন্ন উপায় নিয়ে এসেছিল, যার মধ্যে বর্তমানে প্রধানমন্ত্রী দ্বারা চালু হওয়া কিষান যোজনা অন্যতম। ভারতের কৃষকদের ঋণ কমানোর জন্য এই প্রকল্প চালু করা হয়েছিল। এই প্রকল্পের আওতায় যে তালিকা রয়েছে সেই তালিকায় যাতে ভারতের সমস্ত কৃষকদের নাম নথিভুক্ত হয় তার জন্য চালু করা হয় প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নীতির যোজনা। এটি চালু হয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের অধীনে। সম্প্রতি ফেব্রুয়ারি মাসে ভারত সরকার ১৪তম কিস্তি এবং সুবিধাভোগীদের তালিকা প্রকাশ করেছেন, এই তালিকাটি আপনারা দেখতে পারবেন PMKSNY এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে।

প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি যোজনা:

ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি যোজনা চালু করেছেন যার লক্ষ্য ভারতের কৃষকদের বার্ষিক আয়কে সমর্থন করা। সমস্ত ছোট এবং বড় জমির কৃষক মালিকদের জন্য এটি একটি সরকারি প্রকল্প যা কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করে।

প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি যোজনার আওতায় ভারত সরকার প্রত্যেকটি কৃষককে বার্ষিক ৬০০০ টাকা ব্যাংক একাউন্টে পাঠায়। ৬০০০ টাকা ২০০০ টাকা হিসেবে তিনটি কিস্তিতে প্রদান করা হয় প্রতি চার মাস অন্তর। এখনো পর্যন্ত ভারত সরকার মোট ১২টি কিস্তি প্রদান করেছে। এই কিস্তির আওতায় ভারত সরকার ২.২৪ লক্ষ কোটি টাকা বিতরণ করেছে ১৭ই অক্টোবর ২০২২ পর্যন্ত। আনুমানিক হিসেবে এখনো পর্যন্ত ২০ কোটি কৃষক এই যোজনার আওতায় উপকৃত হয়েছেন।

যে সমস্ত কৃষকরা ভারত সরকারের এই যোজনার আওতায় সুবিধাভোগী হিসেবে বিবেচিত তারা অনলাইনে মোবাইল নম্বর এবং আধার কার্ড ব্যবহার করে নিজেদের নাম রেজিস্টার করতে পারেন pmkisan.gov.in ওয়েবসাইট থেকে। আপনার নাম ওয়েবসাইটে রেজিস্টার করার পর তা অনুমোদিত হয়েছে কিনা সেটি জানতে পারবেন PM Kisan Stutas 2023 থেকে। চলতি বছরে এই তালিকা নতুন ভাবে চালু করা হয়েছে যার মাধ্যমে কৃষকরা তাদের নাম যাচাই করতে পারবেন।

প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি বেনিফিশিয়ারি লিস্ট:

২০২৩ সালের মার্চ মাসে সুবিধাভোগীদের ১৩তম তালিকা প্রকাশ করা হয়েছে ভারত সরকারের তরফ থেকে। এই তালিকা নির্দিষ্ট মোবাইল নম্বর এবং আধার কার্ড ব্যবহার করে দেখা যেতে পারে। এই তালিকা প্রকাশ করা হয়েছে জেলা এবং রাজ্যভিত্তিক। তালিকা দেখার জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলি আপনাকে অনুসরণ করতে হবে।

  • প্রথমে আপনার মোবাইল অথবা ডেস্কটপ থেকে অফিশিয়াল প্রধানমন্ত্রীর কিষাণ সম্মানীত যোজনা ওয়েবসাইটে যান pmkisan.gov.in।
  • নিচের দিকে স্ক্রল করুন এবং ‘Beneficiary List’ বিকল্পটি বেছে নিন।
  • এরপর আপনার সামনে নতুন একটি পেজ খুলবে যেখানে আপনি আপনার রাজ্য, জেলা, উপজেলা এবং ব্লক বা গ্রাম বেছে নিতে পারবেন।
  • নির্দিষ্ট ঠিকানা বেছে নেওয়ার পর ‘Get Report’ অপশনটি বেছে নিন।
  • আপনার সামনে একটি পেজ খুলবে যেখানে আপনি সম্পূর্ণ তালিকাটি দেখতে পারবেন।
  • যদি আপনার নাম প্রধানমন্ত্রী কৃষাণ সুবিধাভোগীদর তালিকা ২০২৩এ থাকে তাহলে আপনার ব্যাংকের একাউন্টে তহবিল জমা পড়বে।

প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি: ১৪ তম কিস্তি

ভারতের তরফ থেকে জানানো হয়েছে এই যোজনার ১৪ তম কিস্তি কৃষকদের ব্যাংক একাউন্টে জমা পড়বে ২০২৩ এর মে মাসে দুপুর দুটোর সময়। ভারতে বাজেট পেশের পর অনেকে অনুমান করেছিলেন সুবিধাবাদীদের পরিমাণ বাড়ানো হবে এবং পূর্বের ৬০০০ টাকার পরিবর্তে ৮০০০ টাকা করা হবে। তবে কেন্দ্রীয় সরকার ৭ ফেব্রুয়ারি জানিয়ে দেয় এমন কোন প্রস্তাব সরকারের তরফ থেকে রাখা হয়নি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কিষান সম্মান নিধি যোজনায় বার্ষিক ৬০০০ টাকা এবং মাসিক কিস্তিতে ২০০০ টাকা প্রদান করে। এই যোজনা প্রান্তিক কৃষক এবং ক্ষুদ্র জমির মালিকদের জন্য উন্মুক্ত। আপনি আপনার মোবাইল নম্বর এবং আধার কার্ড ব্যবহার করে অনলাইনে এই যোজনার আওতায় অন্তর্ভুক্তি করন করতে পারবেন। আপনার নাম নথিভুক্ত হয়েছে কিনা তা আপনি দেখতে পারবেন সরকার দ্বারা অনুমোদিত তালিকা থেকে। এই তালিকা ভারতবর্ষের প্রত্যেকটি জেলা থেকে প্রত্যেকটি কৃষক দেখতে এবং ডাউনলোড করতে পারবে।

এই যোজনার আওতায় ১৪তম কিস্তির দিন এগিয়ে এসেছে। এই কিস্তি পাওয়ার পূর্বে নিজেদের পিএম কিষান e-KYC আপডেট করা খুবই প্রয়োজন। আপডেট ব্যতীত আপনার কিস্তি একাউন্টে স্থানান্তর করা হবে না। আপনি আপনার পার্শ্ববর্তী যে কোন গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে KYC আপডেট করতে পারেন। এই প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে করা যাবে।

Read More,

প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি: যোগ্যতার মানদন্ড

প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি যোজনায় নাম নথিভুক্ত করার জন্য কৃষকদের অবশ্যই ভারত সরকার কর্তৃক নির্ধারিত যোগ্যতার মানদন্ড পূরণ করতে হবে। প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি যোজনায় প্রয়োজনীয় যোগ্যতা নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

  • প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি যোজনার আওতায় সুবিধা পেতে কৃষককে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
  • এই প্রকল্পটি প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষকদের জন্য তৈরি করা হয়েছে।
  • আবেদনকারীকে দুই হেক্টর জমির মালিক হতে হবে।
  • আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
  • আবেদনকারীর মাসিক বেতন ১৫০০০ টাকা বা তার কম হতে হবে।
  • আবেদনকারীর অবশ্যই একটি সেভিংস ব্যাংক একাউন্ট, আধার কার্ড বা জন ধন অ্যাকাউন্ট নম্বর থাকতে হবে।

এই সমস্ত যোগ্যতার মানদণ্ড গুলি পূরণ করলেই একজন সুবিধাভোগী ভারত সরকারের প্রধানমন্ত্রী কিষান যোজনায় নিজের নাম নথিভুক্ত করতে পারবেন।

প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি: রেজিস্ট্রেশন

প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি যোজনার অধীনে নাম নতিভক্ত করার জন্য প্রয়োজন মোবাইল নম্বর, ব্যাংক একাউন্ট এবং আধার কার্ড নম্বর। অতি অবশ্যই ব্যাংক একাউন্ট এবং মোবাইল নম্বরের সাথে আধার কার্ড লিংক থাকতে হবে।

নিম্নলিখিত পদক্ষেপ গুলি অনুসরণ করে আপনি এই যোজনায় নিজের নাম নথিভুক্ত করতে পারবেন।

  • নাম নথিভুক্ত করার জন্য প্রথমে স্মার্টফোন অথবা ডেক্সটপ থেকে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • অফিসিয়াল ওয়েবসাইটের হোমপেজ থেকে বেছে নিতে হবে ‘Farmar Registration’ অপশনটি।
  • এবার আপনাকে দিতে হবে আপনার আধার কার্ড নম্বর এবং ফোন নম্বর।
  • নিজের রাজ্য বেছে নিয়ে ক্যাপচা কোড দিতে হবে।
  • ‘Continue’ অপশন এ ক্লিক করে ব্যাংক একাউন্ট এর মত প্রয়োজনীয় তথ্যগুলি প্রদান করতে হবে সেখানে।
  • এর পর ‘Submit’ বটনে ক্লিক করতে হবে।
  • এরপর সমস্ত তথ্য ভালো করে দেখে নিতে হবে আপনাকে।
  • সমস্ত তথ্য যাচাইয়ের পরে আপনাকে একটি স্ক্রিনশট নিতে হবে ভবিষ্যতে ব্যবহারের জন্য এবং আপনার নিবেদন পত্র শুরু করে দেয়া হবে সেখান থেকেই।

মন্তব্য করুন