আধার কার্ড আপডেট: শেষ তারিখ ১৪ জুন, জেনেনিন সহজ প্রক্রিয়া

আধার কার্ড আপডেট: আধার কার্ড সংক্রান্ত বিভিন্ন তথ্য সমসময় আপডেট করা প্রয়োজন। আধার কার্ড আপডেটের মধ্যে যেমন রয়েছে প্রুফ অফ অ্যাড্রেস (PoA), প্রুফ অফ আইডেন্টিটি (PoI) ইত্যাদি। এই সমস্ত আপডেটের ক্ষেত্রে খরচ মাত্র ৫০ টাকা।

আধার কার্ড আপডেট সম্পর্কে ভারত সরকারের পক্ষ থেকে একটি নতুন সূচনা জারি হয়েছে। এই সূচনা অনুযায়ী আগামী ১৪ জুন ২০২৩ তারিখের আগে যে সকল ভারতীয় আধার কার্ড হোল্ডাররা তাদের আধার কার্ডটি আপডেট করবেন তাদের আপডেটের ক্ষেত্রে ১ টাকাও খরচ হবে না।

সকল ভারতীয় আধার কার্ড হোল্ডাররা তাদের বিভিন্ন তথ্য বিনামূল্যে আপডেট করতে পারবেন। সম্প্রতি এই ঘোষণা জারি করা হয়েছে দ্য ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) এর পক্ষ থেকে। আধার কার্ডের আপডেটের এই সুযোগ দেওয়া হবে আগামী তিন মাসের জন্য, আগামী তিন মাসের মধ্যে ভারতীয়রা তাদের আধার কার্ডের জন্য সমস্ত তথ্য আপডেট করতে পারবেন। এমন অনেকেই আছেন যাদের আধার কার্ডের ফোন নম্বর, ঠিকানা সহ অনেক কিছুই ভুল থাকে। এই সমস্ত আপডেট গুলি বিনা পয়সায় করা যায়। কিন্তু আধার কার্ডের জরুরি তথ্য যেমন প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ এড্রেস এই তথ্যগুলি পরিবর্তন এর ক্ষেত্রে আধার সেবা কেন্দ্রে যোগাযোগ করতে হয় ভারতীয় গ্রাহকদের। এই সমস্ত তথ্য আপডেটের ক্ষেত্রে আধার কার্ড হোল্ডারদের টাকা খরচ করতে হয়। তবে সরকারের নয়া নিয়ম অনুযায়ী বিনা পয়সায় করা যাবে এই সমস্ত আপডেট গুলি।

আধার কার্ডে বিভিন্ন ধরনের ভুল যেমন নামের বানান, ঠিকানা, ফোন নাম্বার, এড্রেস, প্রুফ অফ আইডেন্টিটির মতো বিষয়গুলি আপডেট করে নেওয়া অবশ্যই প্রয়োজন। যদি আধার কার্ড অনেকদিন আগেই ইসু হয়ে থাকে তবে এই তথ্যগুলি সময়ের সাথে সাথে পুরনো হয়ে যায়, সে ক্ষেত্রেও এই তথ্য আপডেট এর প্রয়োজন হয়ে পড়ে।

আধার কার্ড আপডেট

অনলাইনে আধার কার্ড আপডেট ডেমোগ্রাফিক ডিটেলস করার ক্ষেত্রে UIDAI জানিয়েছে উন্নত জীবনযাত্রা, উন্নত পরিষেবা সরবরাহ এবং অথেন্টিকেশনের সাক্সেস রেট বাড়ানোর জন্য আধার কার্ডের ডেমোগ্রাফিক ডিটেলস আপডেট করা খুবই জরুরী। তবে এই বিষয়টি বাধ্যতামূলক নয়। এই সমস্ত তথ্যগুলি আপডেটের প্রক্রিয়ার সহজ উপায় জেনে নেওয়া যাক।

  • অনলাইনে আধার কার্ড আপডেট ডেমোগ্রাফিক ডিটেলস করার জন্য প্রথমে আপনাকে যেতে হবে UIDAI ওয়েবসাইটে।
  • ওয়েবসাইট থেকে আপনাকে বেছে নিতে হবে সেলফ আধার সার্ভিস পোর্টাল।
  • এই পোর্টালে আপনাকে আধার নম্বর এবং OTP দিয়ে লগইন করতে হবে।
  • লগইনের পর আপনাকে ডকুমেন্ট আপডেট অপশনে ক্লিক করতে হবে।
  • ডকুমেন্ট আপডেট অপশনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার আধার কার্ডে কোন কোন তথ্য গুলি রয়েছে।
  • এখানে ভেরিফিকেশনের জন্য ড্রপ ডাউন লিস্ট থেকে অরজিনাল ডকুমেন্টগুলি স্ক্যান কপি আপলোড করা যেতে পারে।
  • ডকুমেন্ট আপলোড সম্পন্ন হলে ইউজাররা সার্ভিস রিকোয়েস্ট নম্বরটি নোট করে রাখবেন।
  • এই সার্ভিস নাম্বারের সাহায্যে আপনি জানতে পারবেন আপনার আধার কার্ডের আপডেট কতটুকু সম্পন্ন হয়েছে।

Read More,

CSC থেকে বা আধার সেবা কেন্দ্রে আধার কার্ডের ডেমোগ্রাফিক ডিটেলস আপডেটের ক্ষেত্রে আপনাকে খরচ করতে হবে ৫০ টাকা। তবে সরকারের নতুন নিয়ম অনুযায়ী ১৪ই জুনের আগে যদি আপনি আপনার আধার কার্ডের তথ্য আপডেট করেন সে ক্ষেত্রে আপনাকে কোন চার্জ করা হবে না। ভারত সরকারের এই ঘোষণা বহু পরিবারের জন্য সুবিধার হতে চলেছে, এর ফলে অনেক গরীব পরিবার তাদের আধার কার্ড বিনামূল্যে সংশোধন করতে পারবেন।

Leave a Reply