ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া গেম খেলা যাবে জিওফোন নেক্সটে?

ভারতে আগামী সপ্তাহেই লঞ্চ হতে চলেছে জিওর নতুন স্মার্টফোন, যে স্মার্টফোনটির নাম জিওফোন নেক্সট। বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া খবর অনুযায়ী আগামী সপ্তাহ থেকেই প্রি-বুকিং শুরু হচ্ছে জিওর নতুন এই স্মার্টফোনটির। জিও সংস্থার তরফ থেকে জানানো হয়েছে আগামী সেপ্টেম্বর মাসের ১০ তারিখে জিওর নতুন এই স্মার্টফোনটি লঞ্চ হতে পারে। তবে ফোনটি লঞ্চ হওয়ার খবর পাওয়া মাত্রই গেমারদের মনে প্রশ্ন জেগেছে, ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া গেম খেলা যাবে কিনা এই স্মার্টফোনে?

জিও ফোনের নতুন স্মার্টফোন জিওফোন নেক্সট, যার অপারেটিং সিস্টেম KaiOS। অপরদিকে ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া গেমটি এই বিশেষ অপারেটিং সিস্টেমের জন্য একেবারেই তৈরি করা হয়নি। গেমটি কেবলমাত্র অ্যান্ড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেমেই চলবে। সে ক্ষেত্রে ধরে নেওয়া যেতেই পারে জিও ফোনে এই গেম খেলা যাবে না। তবে ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া গেমের ইউটিউব ভিডিও অবশ্যই দেখতে পারবেন এই স্মার্টফোনে।

ভারত ও চীন সম্পর্কের মধ্যে গত বছরই বিবাদ দেখা দেয় লাদাখের গালওয়ান উপত্যকাকে কেন্দ্র করে। যে বিবাদের কারণে গত বছর অর্থাৎ ২০০২ সালে ভারতে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছিল পাবজি মোবাইল গেমটি। ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে ভারতে চীনের প্রায় ১১৮ টির ও বেশি অ্যাপ্লিকেশন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছিল। পাবজি মোবাইল ভারত থেকে সম্পূর্ণ নিষিদ্ধ হওয়ার পর প্রায় ১০ মাস পরে পুনরায় গেমটি ফিরে আসে নতুন নাম নিয়ে। গেমটির নাম দেয়া হয়েছিল ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া। গেমটির নির্মাণ সংস্থা কোরিয়ান গেমিং কোম্পানি Krafton।

আরো পড়ুন-কম দামে স্মার্ট ফোন দিতে JIO’র সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছে Itel

Krafton সংস্থার তরফ থেকে ভারতে লঞ্চ হওয়া বিজিএমআই গেমটি বর্তমানে অ্যান্ড্রয়েড এবং আইওএস ভার্সনের জন্য লঞ্চ করা হয়েছে। গত ২ জুলাই অ্যান্ড্রয়েড ভার্সনে লঞ্চ হয় এই গেমটি এবং তার এক মাস পর ৮ আগস্ট আইওএস ভার্সনের লঞ্চ করা হয় বিজিএমআই। গেমটি লঞ্চ হওয়ার পরেই শোনা গিয়েছিল কম কনফিগারেশন এবং ফিচারযুক্ত ফোন গুলিতেও গেমটি অনায়াসে খেলা যাবে। তবে জিও ফোনের অপারেটিং সিস্টেম KaiOS এর জন্য গেমটি উপযুক্ত কিনা সে বিষয়ে কিছু জানানো হয়নি। অর্থাৎ ধরে নেওয়াই যায় জিওর নতুন জিওফোন নেক্সট স্মার্টফোনে ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া গেমটি খেলা যাবে না।

মন্তব্য করুন