ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া লঞ্চ হল আইওএস ভার্সনে

ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া লঞ্চ হল আইওএস ভার্সনে

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আইওএস ভার্সনের লঞ্চ হয়েছে বর্তমানে ভারতের সবচেয়ে জনপ্রিয় ব্যাটেল রয়েল মোবাইল গেম ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া। ১৮ আগস্ট একটি ইনস্টাগ্রাম পোষ্টের মাধ্যমে কোরিয়ান গেমিং সংস্থা ক্রাফটন জানিয়েছে দীর্ঘ প্রতীক্ষার পর শেষ পর্যন্ত অ্যাপেল ডিভাইসগুলির জন্য লঞ্চ করা হয়েছে ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া গেম। প্রসঙ্গত উল্লেখ্য, গত জুলাই মাসের ২ তারিখে ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছিল এই ব্যাটেল রয়েল গেম। তবে এতদিন পর্যন্ত গেমটি কেবলমাত্র এন্ড্রয়েড ভার্সন এর জন্য উপলব্ধ ছিল। গেমটি লঞ্চের প্রায় দেড় মাস পর আইওএস ভার্সনের জন্য লঞ্চ করা হলো এই গেমটি। গেমিং কর্তৃপক্ষ এর তরফ থেকে জানানো হয়েছে অ্যাপেল স্টোর থেকে ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া গেমটি নিজের আইফোন অথবা আইপ্যাড এ ডাউনলোড করতে পারবেন সকলেই।

IOS ভার্সনে কিভাবে ডাউনলোড করবেন?

আইওএস ভার্সনে গেমটি ডাউনলোড করার জন্য প্রথমেই চলে যেতে হবে অ্যাপেল অ্যাপ স্টরে। অ্যাপ স্টোরে গিয়ে ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া লিখে সার্চ করলে নির্দিষ্ট অ্যাপটি খুঁজে পাবেন। অ্যাপটি খুঁজে বার করবার পর ‘GET: অপশনটিতে ক্লিক করতে হবে। এর পরবর্তী পদক্ষেপ হল আইডি ক্রেডেনশিয়াল বা ফেস আইডি অথেন্টিকেশন, যেটি সম্পূর্ণ করতে হবে ইউজারদের, যার পরেই ডাউনলোড করা যাবে গেমটি।

অ্যাপ স্টোরে ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া গেমের অ্যাপ সাইজ ১.৯ জিবি। ১১.০ অথবা পরবর্তী যেকোন ভার্সনের ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া গেমটি ডাউনলোড করা যাবে।

কোরিয়ান গেম নির্মাণ সংস্থার জানিয়েছে বর্তমানে কিছু মেনটেনেন্স এর কাজ চলার জন্য আইওএস ভার্সনে বিজিএমআই অ্যাপ এ লগ ইন করতে সমস্যা হতে পারে ইউজারদের। অ্যাপেল আইডির সঙ্গে একাউন্ট যুক্ত করা থাকলে এই অ্যাপে লগইন করতে সমস্যায় পড়তে পারেন ইউজাররা। কর্তৃপক্ষ তরফ থেকে আরও জানানো হয়েছে গেমটি খেলা যাবে আইফোন, আইপ্যাড টাচ এবং আইপ্যাড এই তিনটি ডিভাইসে। আইওএস ৯.০ অথবা আইপ্যাডের ৯.০ প্রয়োজন হবে এই গেমটি খেলার জন্য, এছাড়াও প্রয়োজন ন্যূনতম দুই জিবি RAM এর।

আরো পড়ুন-৫০ মিলিয়ন ডাউনলোড সংখ্যা ছাড়ালো ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া

প্রসঙ্গত উল্লেখ্য সম্প্রতি ভারতের এই জনপ্রিয় ব্যাটেল রয়েল গেমটি ৫০ মিলিয়ন ডাউনলোড সংখ্যা ছাড়িয়েছে। গেমটি প্রকাশের এক সপ্তাহের মধ্যেই প্রায় ৩৮ মিলিয়ন ডাউনলোড সংখ্যা ছাড়িয়ে ছিল এই ভারতীয় গেমটি। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে ভারতে পাবজি মোবাইল সম্পূর্ণভাবে নিষিদ্ধ হয়ে যায়, তবে তার কিছুদিন পরেই ভারতে পুনরায় ভারতীয় ভার্সন হিসেবে গেমটি বাজারে নতুনভাবে প্রকাশ্যে আনা হয়েছিল যার জনপ্রিয়তা আজ আকাশ ছুঁয়েছে।

Previous articleবিরাট কোহলির রানের খরা নিয়ে এবার মুখ খুললেন শচীন টেন্ডুলকার
Next article১ বছর এখানে থাকলেই মঙ্গল গ্রহে যাওয়ার সুযোগ করে দেবে নাসা
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply