বিরাট কোহলির রানের খরা নিয়ে এবার মুখ খুললেন শচীন টেন্ডুলকার

দীর্ঘদিন ধরে বিরাট কোহলি কিছুটা অফ ফর্মে রয়েছেন। টেস্ট ক্রিকেটে যদি আপনি কোহলির শেষ ৫ টি ইনিংস লক্ষ করেন সেখানে দেখতে পাবেন ৪৪,১৩,০,৪২ ও ২০ রান। WTC ফাইনাল থেকে শুরু করে দ্বিতীয় টেস্ট পর্যন্ত একটিও অর্ধশত রান করতে পারেনি কোহলি। প্রসঙ্গত শেষ দু-বছর আন্তর্জাতিক ক্রিকেটে একটিও সেঞ্চুরি করেননি বিরাট কোহলি। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে মাস্টার ব্লাস্টার বলেন যে,

“বিরাটের শুরুটা ভালো হয়নি। এটি মন যা প্রযুক্তিগত ত্রুটির দিকে পরিচালিত করে এবং যদি শুরুটা ভাল না হয় তবে আপনি অনেক কিছু নিয়ে ভাবতে শুরু করেন। যখন একজন ব্যাটসম্যান ভাল ফর্মে থাকেনা তখন হয় আপনি খুব বেশি দূরে যান বা আপনার পা একদম সচল হয় না। সবার ক্ষেত্রে এমনটা ঘটে। ফর্ম হল আপনার মনের অবস্থা এবং শরীরের সাথে সামঞ্জস্য রেখে কাজ করে।”- শচীন টেন্ডুলকার বলেছেন সংবাদ সংস্থা পিটিআই কে।

আরো পড়ুন- আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ 2021 সময়সূচী তারিখ প্রকাশ করল

২০১৪ সালে যখন বিরাট কোহলি প্রথমবার ইংল্যান্ড সফরে যায় তখন ৪ ম্যাচের টেস্ট সিরিজে কোহলি মাত্র ১৩৪ রান করে। কিন্তু ৪ বছর পর ইংল্যান্ডে গিয়ে বিরাট কোহলি ৫৯৩ রান করেন, যার মধ্যে ২ সেঞ্চুরি ও ৩ টি অর্ধশত রান এবং রানের গড় ৫৯.৩০ ছিল। কিন্তু বর্তমান সিরিজে এখনো পর্যন্ত কোহলি সেই ফ্রম দেখাতে পারেননি, যদিও ৩ টি টেস্ট ম্যাচ এখনও বাকি রয়েছে।

লর্ডস টেস্ট ম্যাচ জেতার ফলে ভারত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল। যার প্রভাব আগামী ৩ টি টেস্ট ম্যাচে দেখা যাবে। বৃষ্টির জন্য শেষদিন ভেস্তে যাওয়ায় প্রথম টেস্ট ম্যাচ ড্র হয়ে যায়। শেষদিনে ভারতের দরকার ছিল ১৫৭ রান, যেখানে ভারতের দিকেই পাল্লা বেশি ভারী ছিল বলে মনে করছেন ক্রিকেটমহল।

মন্তব্য করুন