১ বছর এখানে থাকলেই মঙ্গল গ্রহে যাওয়ার সুযোগ করে দেবে নাসা

১ বছর এখানে থাকলেই মঙ্গল গ্রহে যাওয়ার সুযোগ করে দেবে নাসা

পৃথিবী ছেড়ে মঙ্গলের বসবাসের স্বপ্ন দেখছেন? তাহলে আপনার স্বপ্ন হয়ত পূরণ হলেও হতে পারে নাসার হাত ধরে। মঙ্গল গ্রহে বসবাস উপযোগী জায়গা বানিয়ে সেখানে মানুষের বসতি স্থাপনের এক অভিনব চিন্তাভাবনা করছে নাসা। আর এই অভিযানের জন্যে প্রয়োজন ক্রু মেম্বারদের। এই ক্রু মেম্বার হতে পারেন আপনিও। কিভাবে জানেন?

আগামী কয়েক বছরের মধ্যেই নাসা মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে। যে অভিনব পরিকল্পনায় তাদের প্রয়োজন চারজন বিশেষ ক্রু মেম্বারদের। যাদের বয়স হতে হবে ৩০ থেকে ৫৫ বছরের মধ্যে, এছাড়াও রয়েছে আরো অনেকগুলি শর্ত যে শর্তগুলো পূরণ করতে পারলে আপনিও হয়তো মঙ্গল গ্রহে যাওয়ার সুযোগ পেতে পারেন। নাসার তরফ থেকে জানানো হয়েছে মঙ্গল গ্রহে যাওয়ার জন্য সবার আগে যা প্রয়োজন সেটি হলো ক্রু মেম্বার দের আমেরিকা যুক্তরাষ্ট্র এর স্থায়ী বাসিন্দা অর্থাৎ মার্কিন নাগরিক হতে হবে। সুস্থ এবং ফিট হতে হবে সম্পূর্ণভাবে। ধূমপানের মত নেশা থাকলে তা অবশ্যই বাতিলযোগ্য, এছাড়াও মিশন নিয়ন্ত্রণের মধ্যে কার্যকারী যোগাযোগের জন্য ইংরেজি বলায় পারদর্শী হতে হবে। এই কটি শর্ত যদি আপনি মেনে নিতে পারেন তবে আপনিও ঘুরে আসতে পারবেন মঙ্গল গ্রহ।

মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা জানিয়েছে মঙ্গলে যাওয়ার আগে পৃথিবীতেই মঙ্গল গ্রহের মত একই পরিবেশে থাকতে হবে টানা এক বছর। হিসেবেহিউস্টন জনসন স্পেস সেন্টারে প্রায় ১৭০০ বর্গফুট এলাকাজুড়ে মঙ্গল গ্রহের মতো একটি আস্তানা বানিয়েছেন তারা। যে প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘মার্স ডিউন আলফা‘। ঠিক এখানেই যদি আপনি এক বছর মানিয়ে নিতে পারেন তবে তারপরেই আপনাকে পাঠানো হবে মঙ্গল গ্রহে। গত ৬ আগস্ট থেকে অনলাইনে আবেদনের জন্য দরখাস্ত জমা নেওয়া শুরু করেছেন মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র। তবে প্রকল্পের সঙ্গে মাত্র চারজন দক্ষ ও সৌভাগ্যবান ব্যক্তিকেই নেওয়া হবে।

নাসা জানিয়েছে পৃথিবীর বুকে বানানো মঙ্গলের বিকল্প ঠিকানায় একবছর বা দুই বছর থাকতে পারবে। নাসা আরো জানিয়েছে ইতিমধ্যেই লাল গ্রহে প্রাণের সন্ধান চালু করেছেন তারা, লাল গ্রহে পাঠানো হয়েছে পার্সিভিয়ারেন্স রোভার যা বর্তমানে জলের সন্ধান এবং প্রাণের সন্ধান করছে এবং তা সম্পন্ন হলে কয়েক বছর পর মঙ্গল গ্রহকে মানবসভ্যতার দ্বিতীয় গ্রহ তৈরির দিকে মন দেবেন তারা। আর সেই অভিযানেই নাসা এক ধাপ এগিয়েছে মার্স ডিউন আলফা অভিযান এর মধ্যে দিয়ে।

আরো পড়ুন-SpaceX এর নয়া অভিযান, হতে পারে এই মাসেই

যেসকল আবেদনকারীরা মঙ্গল গ্রহে যাওয়ার জন্য আবেদন জানাবেন তাদের মধ্যে থেকে বিশেষ ৪ জনকে বেছে নেবেন নাসা। সেই চার জনকে বাছাই করার পর মঙ্গল গ্রহে থাকার জন্য প্রশিক্ষণ দেয়া হবে। শুধু সেখানে বসবাস করাই নয়, চলাচল করা, চাষ বাস করার পরীক্ষা-নিরীক্ষা করা এমন ধরনের সমস্তকিছুই প্রশিক্ষণ দেয়া হবে টানা এক বছর সময় ধরে। এর পরবর্তীতে যখন তাঁরা সম্পূর্ণরূপে প্রশিক্ষিত হবেন তার পরেই তাদের লাল গ্রহে নিয়ে যাওয়া হবে নানান পরীক্ষা-নিরীক্ষা করার জন্য।।

Previous articleব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া লঞ্চ হল আইওএস ভার্সনে
Next articleলাল গ্রহের মাটিতে ৯ বছর পূর্ণ করল NASA Curiosity Mars rover
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply