নয়া শর্তাবলী: একটানা ৩ ঘন্টার বেশি খেলতে পারবেননা ব্যাটলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া

বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ব্যাটেল রয়েল গেম পাবজি মোবাইল (PUBG MOBILE) নতুন নামে এবং নতুন সাজসজ্জা নিয়ে আসতে চলেছে ভারতে। আর এই ভারতীয় পাবজি মোবাইলের নাম হতে চলেছে ‘ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া’ (BATTLEGROUND MOBILE INDIA)। গেমটির খেলার নিয়মেও অনেকটাই বদল আনতে চলেছে প্রধান সংস্থা krafton। অপ্রাপ্তবয়স্কদের গেমটির প্রতি অতিরিক্ত আসক্তি কে নিয়ন্ত্রনে রাখার জন্য নিয়ে আসা হয়েছে একাধিক শর্তাবলী। সব মিলিয়ে নতুন সাজে আসতে চলেছে ভারতের নিজস্ব পাবজি মোবাইল।

পাবজি এবং পাবজি মোবাইল এর প্রধান সংস্থা ক্রাফটন নতুন এই গেমটি নিয়ে একটি ব্যানার ও দুটি ভিডিও ইউটিউবে শেয়ার করেছে। সাথেই প্রকাশ করেছে সামান্য কিছু তথ্য। সেখানে জানানো হয়েছে, এই গেমটি কেবলমাত্র ভারতীয় দের কথা মাথায় রেখেই তৈরি এবং শুধুমাত্র ভারতীয়রাই এই গেমটি খেলতে পারবেন। এছাড়াও গেমটির লোগোতেও ভারতীয় পতাকার তিনটি রং ব্যবহার করা হয়েছে। গেমটি কবে বাজারে আনা হবে তা এখনো স্পষ্ট ভাবে জানানো না হলেও এটুকু নিশ্চিত যে গেমটির pre-registration আর কিছু দিনের মধ্যেই শুরু হবে এবং যারা এটি প্রি-রেজিস্টার করবেন তারা গেমটি আসার আগেই এটি খেলতে পারবেন। তবে এক্ষেত্রে কেবলমাত্র ভারতীয়রাই সুযোগ পাবেন।

আরও পড়ুন- ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়ার অফিশিয়াল লোগো প্রকাশ করলো Krafton

পূর্বে পাবজি মোবাইল গেমটিতে নাবালকদের নিয়ে শর্তাবলীর কড়াকরি না থাকলেও এই গেমটিতে ১৮ বছরের কম বয়স্ক দের জন্য থাকছে বেশ কয়েকটি শর্তাবলী। অপ্রাপ্তবয়স্করা শুধুমাত্র তাদের পিতা-মাতার ফোন নম্বর দিয়ে গেমটি রেজিষ্টার করতে পারবে। এছাড়াও গেমটিতে থাকা ‘ইনগেম-পারচেজ’ অর্থাৎ গেমটির ভিতরে যে কোন অনলাইনের খরচের ক্ষেত্র থাকছে ৭০০০ টাকা পর্যন্ত সীমাবদ্ধতা।

তবে এখানেই থেমে থাকেনি ক্রাফটন; ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেমটি অপ্রাপ্তবয়স্করা একটানা ৩ ঘন্টার বেশি খেলতে পারবে না, এমন নিয়ম আনা হয়েছে গেমে। পাবজি মোবাইল গত বছর ভারতে নিষিদ্ধ হবার পর পুনরায় গেমটি ভারতে কোনরকম বিধি নিষেধ ছাড়া যাতে চলতে পারে সেজন্য আরো অনেক বেশি স্বচ্ছতা অবলম্বন করতে চায় সংস্থা।

মন্তব্য করুন