বিগব্যাস লিগ ফাইনাল, বিগব্যাস লিগ ২০২১
সম্পন্ন হলো বিগ ব্যাস লিগ ফাইনাল, সিডনি সিক্সার্স ও পার্থ স্কর্চার্স এর মধ্যে সংঘটিত হয় বিগ ব্যাস লিগ ফাইনাল। প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পার্থ স্কর্চার্স। প্রথমে ব্যাট করতে নেমে সিডনি তাদের ঘরের মাঠে ১৮৮ রানের লক্ষ্যমাত্রা দেয়। সিডনির হয়ে ওপেনার জেমস ভাইনস ৯৫ রানের বড় ইনিংস খেলেন মাত্র ৬০ বলে, যার মধ্যে ১০টি চার ও ৩টি ছয় রয়েছে।
খেতাবি লড়াইয়ে রান তাড়া করতে নেমে ১৬১ রানেই সমাপ্ত হয় পার্থ স্কর্চাসের ইনিংস। পার্থের হয়ে তাদের ওপেনার দুর্দান্ত শুরু করলেও বড় রানের ইনিংস খেলতে পারেনি। ১০ ওভারে ৯৫ রানে ৩ উইকেট হারানোর পর একটিও পার্টনারশিপ ঠেকাতে পারেনি পার্থ স্কর্চার্স। সিডনির হয়ে বেন দ্বারওয়াইস ৩ উইকেট ও ড্যানিয়েল ক্রিশ্চান ৪ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট সংগ্রহ করে।
বিগব্যাস লিগ ফাইনাল, বিগব্যাস লিগ ২০২১
বিগব্যাস লিগ ফাইনাল স্কোর বোর্ড:-
Sydney Sixers | Perth Scorchers | |
Batting(Run) | ||
J vince- 95(60) | C Bancroft- 30(19) | |
Henriques- 18(11) | L Livingstone- 45(35) | |
D Christian- 20(14) | A Hardie- 26(130 | |
Bowler(wicket) | ||
Perth Scorchers | Sydney Sixers | |
Andrew Tye- 2(29) | B Dwarshuis- 3(37) | |
J Richardson- 2(45) | Sean Abbot- 2(33) | |
F Ahmed- 3(16) | D Christian- 2(25) |
Soak it up, @SixersBBL fans 🏆🏆 #BBL10 | #BBLFinals pic.twitter.com/UkmmMtsZFF
— KFC Big Bash League (@BBL) February 6, 2021
Twitter source @BBL (KFC big bash league)
আরও পড়ুন – ক্রীড়া জগতে নক্ষত্র পতন। মারা গেলেন ভারতীয় টেনিস তারকা
BBL২০২১ এর কিছু উল্লেখযোগ্য তথ্য:-
১. প্লেয়ার অফ দ্যা সিরিজ- যশ ফিলিপ
২. ফাইনালে ম্যান অফ দ্যা ম্যাচ- জেমস ভাইনস
৩. সবচেয়ে বেশি রান করে- এলেক্স হেলস (৫৪৩)
৪. সবচেয়ে বেশি উইকেট নেয়- জি রিচার্ডসন (২৯)
[…] […]