কুকুর মারলে ৭৫ হাজার টাকা জরিমানা হতে পারে এমনি আইন আসতে চলেছে

কুকুর মারলে ৭৫ হাজার টাকা জরিমানা হতে পারে জেলও এমনি আইন আসতে চলেছে

পথের পশুদের রক্ষার্থে এবার পুরনো আইন সংশোধন হতে চলেছে। ভারতের প্রায় সর্বত্রই মানুষ অনেক ক্ষেত্রে কারণে-অকারণে পথের কুকুরদের আঘাত করে থাকে, আঘাত করে থাকে অন্যান্য পশুদেরও। এগুলো অবশ্যই অপরাধ।

কুকুর মারলে ৭৫ হাজার টাকা জরিমানা হতে পারে

এতদিন পর্যন্ত এই ধরনের পশুদের ওপর অত্যাচার করলে বা কোনো কোনো ক্ষেত্রে মেরে ফেললেও তেমন কোনো শাস্তি হতো না। অথবা জরিমানা দিতে হলেও তা ছিল যৎসামান্য। তবে এবার পশুদের সুরক্ষার জন্য পশুদের ওপর কেউ অত্যাচার করলে অত্যাচারীর শাস্তি দিতে পুরনো আইনে সংশোধন আনার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন – ক্রীড়া জগতে নক্ষত্র পতন। মারা গেলেন ভারতীয় টেনিস তারকা

নতুন সংশোধিত আইনে থাকতে চলেছে অপরাধের তিনটি আলাদা ধরন যে ধরন গুলির উপর নির্ভর করে নির্ধারণ করা হবে জরিমানা। কোন পশুর ওপর অল্প আঘাত, আঘাত করে শারীরিক ক্ষতি বা আঘাতের ফলে মৃত্যু এই তিন ক্ষেত্রে জরিমানা আলাদা আলাদা হবে। আর এই জরিমানা হতে পারে 75 হাজার টাকা পর্যন্ত। পশু হত্যায় হতে পারে হাজতবাসও। এই আইন আসতে চলেছে এই খবরে অনেকটাই খুশি পশুপ্রেমীরা।

Previous articleক্রীড়া জগতে নক্ষত্র পতন। মারা গেলেন ভারতীয় টেনিস তারকা
Next articleBBL চ্যাম্পিয়ন হলো সিডনি সিক্সার্স। আসুন দেখে নেওয়া যাক BBL2021 এর কিছু তথ্য

Leave a Reply