ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া গেমের এমুলেটর ভার্সন আসতে পারে? উত্তর দিল BGMI Devs

ভারতের সবচেয়ে জনপ্রিয় ব্যাটেল রয়েল মোবাইল গেম ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া। তবে অনেকেই এই গেমটির এমুলেটর ভার্সনের অপেক্ষায় রয়েছেন। গেমটি এমুলেটর ভার্শন কবে প্রকাশ পাবে সেই নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন করে আসছেন গেমাররা। সম্প্রতি সেই প্রশ্নের উত্তর জানালেন BGMI Devs। উই হার্ড ইউ ফিডব্যাক সেকশনে একটি ব্লগ পোস্টের মাধ্যমে এই প্রশ্নের উত্তর জানিয়েছেন তারা, সাথেই বিজিএমআই এমুলেটর ভার্সন, রিডিম কোড, 90 FPS সাপোর্ট, ক্যারেক্টার ভাউচার ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তারা।

প্রসঙ্গত বলে রাখা প্রয়োজন ভারতে পাবজি মোবাইল নিষিদ্ধ হওয়ার পূর্বে একটি অফিশিয়াল এমুলেটর ভার্সন ছিল যা মূলত গেমটির জন্যেই ডেভলপ করা হয়েছিল। তবে ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেমের ক্ষেত্রে তেমন কোন অফিশিয়াল এমুলেটর ভার্শন ছিল না। সাধারনত ব্লু-স্ট্যাক এর সাহায্যেই এই গেমটি খেলা সম্ভব হতো, সেটি গেমটির জন্য অপটিমাইজড ছিলনা। ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া গেম এর এমুলেটর ভার্সন নিয়ে দীর্ঘ প্রতীক্ষায় রয়েছে গেমিং কমিউনিটি। তাদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিজিএমআই গেমার দের স্পষ্ট উত্তর জানিয়ে দিয়েছেন।

বিজিএমই-এর দাবি যেহেতু এমুলেটর ভার্শন গুলি বিভিন্ন ফাইল মডিফাই করতে পারে সে ক্ষেত্রে অনেক গেমাররা বিভিন্ন চিট অ্যাপ্লিকেশন বা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করে প্রতারণামূলক কাজ করছিল। গেমটির সাথে বিভিন্ন মোড এবং থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলি এমুলেটর ভার্সনে ব্যবহার করা বেশ সোজা, যে কারণে ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়ার দাবি আপাতত কোনো এমুলেটর ভার্শন আসার সম্ভাবনা নেই এবং এই একই কারণবশত অপটিমিজড ভার্শন নিয়ে আসবেন না তারা।

আরো পড়ুন-GTA 6- আসতে চলেছে GTA এর পরবর্তী সিরিজের গেম, জানালো রকস্টার গেমস

গেম সম্পর্কে আরও বেশ কয়েকটি বিশেষ তথ্য জানানো হয়েছে, যেমন ডিভাইসে ৯০ এফপিএস সাপোর্ট এ বিষয়ে তাঁরা জানিয়েছেন গেমটি বিভিন্ন ডিভাইস এর টেস্ট করা হচ্ছে যেগুলিতে ৯০ এফপিএস সাপোর্ট করবে, তবে বিশেষ কিছু ডিভাইসেই এই ফ্রেমরেট সাপোর্ট করে সেক্ষেত্রে সামগ্রিকভাবে গেমারদের কে একটি মসৃণ গেমিং অভিজ্ঞতা প্রদানের জন্য অন্যান্য ডিভাইস এর উপর পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

“ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া গেমের এমুলেটর ভার্সন আসতে পারে? উত্তর দিল BGMI Devs”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন