‘অধিনায়ক বনাম অধিনায়ক’- দেখুনতো আপনারা অনুমান করতে পারেন কিনা?

১৮ জুন ইংল্যান্ডে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ভারত বনাম নিউজিল্যান্ড। ভারতীয় দল ইতিমধ্যে ইংল্যান্ডে পৌঁছে গেছে এবং অনুশীলন শুরু করে দিয়েছে। তবে ভারত কোনো প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না। সেই কারণে ভারতীয় দলকে দুভাগে ভাগ করে নিজেদের মধ্যেই প্র্যাকটিস ম্যাচ আয়োজন করেছে। যেই ম্যাচের ভিডিও বিসিসিআই প্রতিনিয়ত তার অফিসিয়াল টুইটার একাউন্টে প্রকাশ করছে।

এরকম একটি মজার ভিডিও বিসিসিআই টুইটারে প্রকাশ করে, যেখানে দেখা হচ্ছে বিরাট কোহলি KL রাহুল কে বল করছে। কিন্তু বিরাট কোহলি বল করার পর, বলটি ব্যাটে লাগার পূর্বেই ভিডিওটি বন্ধ হয়ে যায়। সেই ভিডিওর ক্যাপশনে বিসিসিআই লেখা যে, এরপর কি হলো আপনারা অনুমান করুন-

  1. Straight-drive
  2. Defense
  3. LBW
বিসিসিআই টুইটার ভিডিও

দু-ঘন্টা পরে বিসিসিআই সম্পূর্ণ ভিডিওটি প্রকাশ করে। যেখানে দেখা যাচ্ছে লোকেশ রাহুল বিরাট কোহলির ওই বলে ডিফেন্স করছে। অনুশীলন ম্যাচে কোন দলে কোন কোন ক্রিকেটার রয়েছে? বা অধিনায়ক কারা? সেটা জানা না গেলেও। টুইটারে ক্যাপশন দেখে মনে হচ্ছে, একটি দলের অধিনায়ক বিরাট কোহলি ও অপর দলের অধিনায়ক KL রাহুল।

“‘অধিনায়ক বনাম অধিনায়ক’- দেখুনতো আপনারা অনুমান করতে পারেন কিনা?”-এ 1-টি মন্তব্য

Leave a Reply