‘দ্য লেডি অফ দ্য স্টার’, এই ইতালি জ্যোতির্বিজ্ঞানী কে আজ সম্মান জানালো গুগল

গুগল ডুডল এর মাধ্যমে বিশিষ্ট ব্যক্তিদের প্রায়শই সম্মান জানায় গুগল। আর ঠিক তেমনই আজকের দিনে অর্থাৎ ১২ই জুন গুগল সম্মান জানালো এমনই এক বিশিষ্ট ব্যক্তি ইতালীয় জ্যোতির্বিজ্ঞানী মার্গারিটা হ্যাক কে। ১৯২২সালের ১২ই জুন জন্মগ্রহণ করেছিলেন মার্গারিটা, আর আজ তার ৯৯ তম জন্মদিন।

মহাকাশে থাকা একটি গ্রহাণু যার নাম Asteroid 8558 hack ১৯৯৫ সালে আবিষ্কৃত হয়। আর এই গ্রহাণুটি নাম দেওয়া হয়েছিল ইতালি জ্যোতির্বিজ্ঞানী মার্গারিটা হ্যাক এর নাম অনুসারে।

অনেকেরই হয়তো মার্গারিটা কে ছিলেন তা জানা নেই। চলুন তবে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে। মার্গারিটার জন্ম হয় ইতালির ফ্লোরেন্সে। তিনি একজন জ্যোতির্বিজ্ঞানী হওয়ার পাশাপাশি অ্যাক্টিভিস্ট, লেখক এবং অধ্যাপক ছিলেন। তাকে বলা হয় ‘The Lady Of The Stars’। তিনি প্রথম জীবনের সাহিত্য নিয়ে পড়াশোনা শুরু করলেও পরবর্তীতে তিনি পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন। এরপর তিনি অ্যাস্ট্রোফিজিক্স এবং জ্যোতির্বিজ্ঞান নিয়ে অনেকটাই আগ্রহী হয়ে পড়েন। ছোটবেলা থেকেই তার উপগ্রহ এবং মহাকাশে থাকা নক্ষত্র গুলির উপরে অত্যন্ত আগ্রহ ছিল। পরবর্তীতে Arcetri Observetry নিয়ে পড়াশুনাও করেছেন। তিনি প্রাণী সুরক্ষা এবং সকলের সাম্যের জন্য অনেকবার আওয়াজও তুলেছেন।

এরপর ১৯৬৪ সালে তিনি Trieste এ যান। সেখানে তিনি প্রথম ইতালিও মহিলা হিসেবে বিশ্ববিদ্যালয় প্রফেসর্শিপ এর দায়িত্ব পান। Trieste Arcetri Observetry এর প্রথম মহিলা ডিরেক্টরও ছিলেন মার্গারিটা। এরপর ১৯৯৪ সালে তিনি তার বৈজ্ঞানিক গবেষণার জন্য Targa Giuseppe Piazzi পুরস্কারে সম্মানিত হন।

আরো পড়ুন-আরো এক নতুন গ্রহের আবিষ্কার, জল থাকার সম্ভাবনা সেই গ্রহে, জানালো নাসা

বিশিষ্ট এই জ্যোতির্বিজ্ঞানীকে তার ৯৯ তম জন্মবার্ষিকীতে গুগোল সম্মান জানিয়েছে একটি এনিমেশন এর মাধ্যমে। গুগলের হোমপেজে গেলে হয়তো আপনি সেটি দেখতে পারবেন। যেখানে চেয়ারে বসে রয়েছেন মার্গারিটা এবং তার চোখ রয়েছে একটি টেলিস্কোপে আর টেলিস্কোপে চোখ রেখেই তিনি ব্যাস্ত রয়েছেন নক্ষত্রের খোঁজে।

ইতালি জ্যোতির্বিজ্ঞানী মার্গারিটা তার শেষ বয়সে ৯০ তম জন্মদিনে ইতালি সরকারের তরফ থেকে সর্বোচ্চ সম্মান Dama Di Gran Croce-এ সম্মানিত হন। ২০১৩ সালের ২৯ জুন ৯১ বছর বয়সে বিখ্যাত এই জ্যোতির্বিজ্ঞানী ‘The Lady Of The Stars’ প্রয়াত হন।

মন্তব্য করুন