Battlefield 2042: গেমের নতুন ট্রেলরে তোলপাড় নেটদুনিয়া, কবে রিলিজ হবে গেম?

ব্যাটেলফিল্ড ২০৪২ নতুন মাল্টিপ্লেয়ার গেমের ট্রেলর ইউটিউবে মুক্তি পেয়েছে সম্প্রতি। যে গেম নিয়ে তোলপাড় নেট দুনিয়া। ট্রেলর অনুযায়ী গেমটি হতে চলেছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ও যানবাহনে ভরপুর ফাস্ট পারসন মাল্টিপ্লেয়ার শুটিং গেম। গেমটি খেলা যাবে প্লেস্টেশন, এক্সবক্স, পিসি এবং ডেক্সটপে। নতুন এই গেমের ৫ মিনিটের একটি ট্রেইলার প্রকাশ পেয়েছে ব্যাটেলফিল্ড ইউটিউব চ্যানেলে। গেমটির নির্মাতা DICE এবং গেমটির পাবলিশার ইলেক্ট্রনিক আর্টস।

গেমারদের মাঝে গেমটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই দুই দিনে। ট্রেলরে বলা হয়েছে আগামী ১৩ই জুন গেমটির সম্পূর্ণ একটি গেমপ্লে প্রকাশ করা হবে। আর এই গেমটি মুক্তি পাবে আগামী ২২ অক্টোবর।

চলুন এবার গেমটি সম্পর্কে কিছুটা জেনে নেওয়া যাক। গেমটি হতে চলেছে একটি ফাস্ট পারসন শুটিং গেম যা অবশ্যই মাল্টিপ্লেয়ারও হবে অর্থাৎ অনেকে মিলে গেমটি একসাথে খেলতে পারবেন। মোট ১২৮ জন গেমার একসঙ্গে এই গেম খেলার সুযোগ পাবেন। তবে সেটি ব্যাটেলফিল্ড ২০৪২ এর পরবর্তী পর্যায়ে উপলব্ধ হবে। গেমটিতে থাকছে অনেকগুলি ম্যাপ যেগুলির নাম দেওয়া হয়েছে ‘লেভোলিউশন’। গেমটির একঝলক ট্রেলরএ প্রকাশ পেলেও সম্পূর্ণ গেমটি কেমন হতে চলেছে তা ১৩ই জুন গেম-প্লে প্রকাশ পাওয়ার পরে জানা সম্ভব হবে।

গেমটির ট্রেলর দেখে অনেক গেমাররা আন্দাজ করতে পেরেছেন গেমটি কেমন হতে চলেছে এবং এই গেমটিতে কি কি বৈশিষ্ট্য আছে। যদিও এটি কেবল একটি ট্রেলার মাত্র। গেমটির গেম-প্লে প্রকাশ পায়নি। গেমটিতে রয়েছে HAZARD ZONE, ALL-OUT WARFARE ও আরো অনেকগুলি মোড। গেমটি সম্পর্কে আরো জানানো হয়, এই অলআউট ওয়ারফেয়ার মোডটি একটি বড় মাপের ব্যাটেলফিল্ড হতে চলেছে। যাদের কাছে এক্সবক্স এক্স সিরিজ, প্লেস্টেশন-৫ এবং পিসি রয়েছে তারা এই মোড টি ১২৮ জন এর সাথে খেলতে পারবেন। অন্যদিকে এক্সবক্স ওয়ান এবং প্লেস্টেশন-৪ যারা ব্যবহার করছেন তারা এই মোড খেলতে পারবেন ৬৪ জন প্লেয়ারের সাথে।

আরো পড়ুন-২ সপ্তাহে প্রি-রেজিষ্ট্রেশন রেকর্ড পরিমাণ, সংখ্যাটি প্রকাশ করল ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া

ব্যাটেলফিল্ড ২০৪২ গেমটির প্রি-অর্ডার শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। গেমটির খরচ পিসি-এর ক্ষেত্রে পড়বে ৩৪৯৯ টাকা। অন্যদিকে এক্সবক্স সিরিজ এক্স এবং এস ও প্লেস্টেশন-৫ এর জন্য গেমটির দাম পড়বে ৪৪৯৯ টাকা। অন্যদিকে প্লেস্টেশন-৪ ও এক্সবক্স ওয়ানের ক্ষেত্রে গেমাররা গেমটি কিনতে পারবেন ৩৯৯৯ টাকায়।

Leave a Reply