CBI ৫০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অপরাধে রেলওয়ে অফিসার কে গ্রেপ্তার করল

CBI (সেন্ট্রাল বিউরো অফ ইনভেস্টিগেশন) সংস্থা রোববার অ্যাডিশনাল ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ADRM) কে ৫০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অপরাধে গ্রেফতার করল। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এই রেলের অফিসারের নাম জিতেন্দ্র সিং পাল তিনি রেলওয়েতে অ্যাডিশনাল DRM পদে নিযুক্ত ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি প্রাইভেট কন্ডাক্টরের কাছ থেকে ঘুষ নিয়েছেন।

সংবাদ মাধ্যম অনুসারে এই ঘটনায় আরো কিছু লোক গ্রেপ্তার হতে পারে। ১৯৯৭ সালে রেলওয়ে ইঞ্জিনিয়ার পদে যোগদান করার পর বর্তমানে তিনি গোহাটিতে ADRM পদে নিযুক্ত ছিলেন। এছাড়া তার সাথে কন্টাকটার শ্যামল কুমার দেব, হারি ওম নামক এক ব্যক্তি যে অফিসারের পরিচিত ছিলেন, যোগিন্দর কুমার সিং যে হারি ওমের ড্রাইভার ছিলেন এছাড়া আরো কিছু লোককে গ্রেফতার করা হয়।

আরো পড়ুন- Gold Recovers from Sim card: সিম কার্ড থেকে সহজ উপায়ে গোল্ড বের করলেন গবেষকরা!

CBI স্টেটমেন্টে বলা হয় এই রেলওয়ে অফিসার বিভিন্ন কন্টাকটারদের কাছ থেকে ঘুষ নিতেন এ ছাড়া তিনি চিফ ইঞ্জিনিয়ার পদে থাকার সময় তার বিরুদ্ধে ঘুষের অভিযোগ ওঠে। CBI ওই রেলওয়ে অ্যাডিশনাল DRM এর বাসভবন ছাড়াও দিল্লি, নারোরা, গুয়াহাটি, শিলিগুড়ি এবং আলিগড় ইত্যাদি স্থানের তল্লাশি চালায় এবং প্রায় ৫০ লক্ষ টাকা উদ্ধার করা হয়।

Leave a Reply