LG 43 inch TV: LG-এর টিভি মাত্র ১৫,৪৯৯ টাকায়, ফ্ল্যাট ডিসকাউন্ট দেবে ফ্লিপকার্ট

LG 43 inch TV: এলজির ৪৩ ইঞ্চি স্মার্ট টিভিতে পাওয়া যাচ্ছে বিরাট ছাড়। ফ্লিপকার্ট থেকে স্মার্ট টিভি কিনলে আপনি পাবেন ৪৯% পর্যন্ত ফ্ল্যাট ডিসকাউন্ট, এছাড়া রয়েছে আরো অনেক ছার।

ভারত তথা বিশ্বের অন্যতম স্মার্ট টিভি ব্র্যান্ড গুলির মধ্যে LG অন্যতম। এলজি স্মার্টটিভি গুলি প্রায়শই তাদের নিত্যনতুন ডিজাইন এবং উন্নত প্রযুক্তির স্মার্ট টিভি লঞ্চ করে বিশ্বের বাজারে। তবে এইসব টিভি গুলির দাম অন্যান্য স্মার্টটিভি থেকে অনেকটাই বেশি। আর চিন্তা নেই ফ্লিপকার্টে এলজি টিভিতে থাকছে ব্যাপক ফ্ল্যাট ডিসকাউন্ট, ৪৯% ডিসকাউন্টে বিক্রি হচ্ছে এলজি-এর এই টিভি।

LG UQ7500 স্মার্ট টিভিটি আপনি ফ্লিপকার্ট থেকে বিরাট ডিসকাউন্টে কিনে নিতে পারবেন। অফার সীমিত সময়ের জন্য। আর দেরি না করে আজই কিনে নিন এই স্মার্ট টিভি। ৪৩ ইঞ্চির আলট্রা এইচডি ফোর কে এলইডি (ULTRA HD 4K LED) টিভি এটি। এই টিভির রিটেল প্রাইস ৪৯,৯৯০ টাকা। ফ্লিপকার্টের সেলে আপনি এই স্মার্ট টিভিটি কিনতে পারবেন
৪৯ শতাংশ ছাড়ে, অর্থাৎ আপনার খরচ হবে মাত্র ২৯,৯৯৯ টাকা। এছাড়াও থাকছে ১৩ হাজার টাকার অতিরিক্ত ছাড়। একটি ভালো পুরনো টিভি এক্সচেঞ্জ করলে আপনি এই ছারটি পাবেন। তবে আপনার এক্সচেঞ্জের দাম নির্ভর করবে পুরনো টিভির পরিস্থিতির উপর। সবমিলিয়ে আপনি মাত্র ১৬৯৯৯ টাকায় এলজির ৪৩ ইঞ্চির টিভিটি কিনে নিতে পারবেন।

এখানেই শেষ নয় ফ্লিপকার্ট-এ এলজি টিভির উপরে থাকছে CItI এবং ICICI ব্যাংক ক্রেডিট কার্ডের উপরেও দারুন ছাড়। ক্রেডিট কার্ড দিয়ে আপনি যদি এই টিভিটি কেনেন তাহলে অতিরিক্ত ১,৫০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। যেখানে সব মিলিয়ে আপনার এই টিভির দাম পড়বে মাত্র ১৫,৪৯৯ টাকা। এছাড়াও প্রতি মাসে ২৫০০ টাকা ইএমআই অপশনও আছে।

আরো পড়ুন -Lenovo Yoga 9i: ল্যাপটপ বা ট্যাব যে কোন ভাবে ব্যবহার করতে পারবেন লেনোভোর এই ল্যাপটপ

৪৩ ইঞ্চির আল্ট্রা এইচডি ফোর কে টিভিতে রেজোলিউশন থাকছে ৩৮৪০×২১৬০ পিক্সেল। এই টিভির অপারেটিং সিস্টেম WebOS। এছাড়া টিভিটি সাপোর্ট করবে ৬০Hz রিফ্রেশ রেট। HDMI, USB পোর্ট থাকছে টিভিতে। এই টিভির স্টোরেজ ক্ষমতা ৮ জিবি পর্যন্ত, টিভিতে সাপোর্ট করবে ডিজনি প্লাস হটস্টার, নেটফ্লিক্স ও ইউটিউব অ্যাপ্লিকেশনগুলি।

মন্তব্য করুন