চাঁদে জলের সন্ধান দিল চন্দ্রযান-২, অভূতপূর্ব সাফল্য ইসরোর

ইসরোর মহাকাশযান চাঁদের মাটিতে জলের সন্ধান করে পুনরায় আরো একবার প্রমান করে দিল ভারত কোন কিছুতেই পিছিয়ে নেই। মহাকাশের বিভিন্ন গ্রহ গুলিতে জলের সন্ধান করতে প্রচেষ্টার অন্ত নেই। আর এই প্রচেষ্টার মাঝেই সফলতা অর্জন করেছে ইসরোর অসফল চন্দ্রযান-২। চাঁদের মাটিতে হাইড্রোক্সিল ও জলের অনুর সন্ধান করে তাক লাগিয়েছে চন্দ্রযান-২।

প্রসঙ্গত উল্লেখ্য, ইসরোর চন্দ্রযান-২ চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করতে পারেনি। তবে মহাকাশযানটির অরবিটার এখনো চাঁদকে প্রদক্ষিণ করে চলেছেন নিজস্ব কক্ষপথে। আর এই প্রদক্ষিণ করা কালীন অভিযানে কিছুটা সফলতা পেয়েছে ইসরো।

ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো-এর তরফ থেকে জানানো হয়েছে, চাঁদের ২৯ থেকে ৬২ ডিগ্রী উত্তর অক্ষাংশে জলের নমুনার সন্ধান পাওয়া গিয়েছে। চন্দ্রযান-২ এর অরবিটারে থাকা ইনফ্রারেড স্পেকট্রোমিটার চাঁদের ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেক্ট্রাম বিশ্লেষণ করে। এই যন্ত্রের সাহায্যে চাঁদের মাটিতে কতটা পরিমাণ ধাতু রয়েছে তা বোঝা সম্ভব। চন্দ্রযান-২ এর অরবিটারের সাহায্যে চাঁদের ধাতুর পরিমাণ নির্ণয় করার সময় হাইড্রোক্সিল ও জলের অনুর সন্ধান পেয়েছেন তারা। সূর্য রশ্মি ও বাতাসের সঙ্গে মিশে চাঁদের বিক্রিয়ায় ওই জলের অনুগুলির মলেকিউলস গুলির উৎপত্তি হয়েছে, এমনটাই জানিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা।

আরো পড়ুন-মঙ্গল গ্রহে ঘুরতে যাওয়ার সুযোগ! কিভাবে আবেদন জানাবেন? জানালো নাসা

ইসরোর চন্দ্রযান-২ বিক্রম ল্যান্ডার-এর সাহায্যে চাঁদে পাঠানো হয়েছিল ২০১৯ সালে। চাঁদে অবতরণের সময় গতিবেগ হ্রাস না হওয়ার জন্য বিক্রম ল্যান্ডার ভেঙে পড়ে চাঁদের মাটিতে। তবে মহাকাশযানটির অরবিটার সক্রিয়ভাবে কাজ করছিল। অরবিটারটি এর আগেও ইসরোকে চাঁদের বিভিন্ন অঞ্চলের ছবি তুলে পাঠিয়েছে। চন্দ্রযান-২ এর অবতরণ অসফল হওয়ার পর সকল ভুল ত্রুটি ঠিক করে বিজ্ঞানীরা পুনরায় চন্দ্রযান-৩ পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। জানা গিয়েছে চন্দ্রযান-৩ এ ল্যান্ডার ও রোভার দুটিই যুক্ত করা হবে।

মন্তব্য করুন