অবসর নিলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক

অবসর নিলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক

হ্যাঁ খবরটা চমকে দেয়ার মতো, কিন্তু এটাই সত্যি ২০১২ সালের অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক উন্মুক্ত চাঁদ মাত্র ২৮ বছর বয়সে তার ক্যারিয়ারের ইতি ঘোষণা করলেন। উন্মুক্ত চাঁদ নিজে তার সোশ্যাল মিডিয়ায় খবরটি প্রকাশ করেছেন। ২০১২ সালে অনূর্ধ্ব 19 বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অধিনায়ক রূপে নিজের একা হাতে ম্যাচটি জিতিয়েছিলেন ভারতের হয়ে। ফাইনালে জয়ের জন্য দরকার ছিল ২২৬ রান, যেখানে উন্মুক্ত চাঁদ নিজে ১১১ রানে অপরাজিত ছিলেন।

অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জেতার পরই উন্মুক্ত চাঁদের নাম সবার সামনে আসে। এরপর আইপিএলে দিল্লির হয়ে প্রথমবার সুযোগ পান তিনি, পরবর্তীকালে মুম্বাই ও রাজস্থানের হয়ে আইপিএল খেলেছেন এই ক্রিকেটার। কিন্তু কোন দলের হয়েই পারফরম্যান্স তেমন ভাবে করতে পারেননি উন্মুক্ত চাঁদ। সমগ্র ক্যারিয়ারে তিনি মোট ২১ টি আইপিএল ম্যাচ খেলেছেন যেখানে তিনি মাত্র ৩০০ রান করেছেন।

২০১৫ সাল পর্যন্ত তিনি ভারতীয়-A দলের প্রতিনিধিত্ব করেন কিন্তু ভারতের সিনিয়র ক্রিকেট টিমে কখনোই তিনি সুযোগ পাননি। ঘরোয়া ক্রিকেট তিনি শুরু করেন দিল্লির হয়ে যেখানে তিনি ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত রঞ্জি ট্রফি খেলেছেন। পরবর্তীকালে দিল্লি টিম থেকে বাদ পড়ায় উত্তরাখণ্ডে পাড়ি দেন তিনি। ২০১৯ থেকে ২০২০ সাল পর্যন্ত উত্তরাখণ্ডের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন উন্মুক্ত চাঁদ। ক্যারিয়ারে মোট ৬৭ প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন উন্মুক্ত চাঁদ যেখানে তিনি ৩৩৭৯ রান করেছেন।

আরো পড়ুন- লর্ডসে গিয়ে হৃদয়বিদারক বার্তা দিলেন সৌরভ গাঙ্গুলী

নিজের সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ ৫ পাতার একটি বিবৃতি প্রকাশ করে তিনি নিজের মতামত জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম অনুসারে উন্মুক্ত চাঁদ হয়তো বিদেশের টি-টোয়েন্টি লিগ গুলিতে খেলতে আগ্রহী কিন্তু তার পথে বাধা ছিল বিসিসিআই। কারন বিসিসিআই ভারতে রেজিস্টার করা খেলোয়াড়দের বিদেশে t20 লীগে খেলতে অনুমতি দেয়না। এই কারণে উন্মুক্ত চাঁদ নিজের অবসরের সিদ্ধান্ত ঘোষণা করলেন, এবার তিনি বিদেশের টি-টোয়েন্টি লিগ যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের t20 লিগে খেলতে পারবেন। যে লিগে আরোএক ভারতীয় অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ২০১২ সালের খেলোয়াড় স্মিত প্যাটেল খেলেন। তিনিও একই পদ্ধতিতে অবসর ঘোষণা করে আমেরিকার এই টি-টোয়েন্টি লিগে অংশগ্রহণ করেছিলেন।

উন্মুক্ত চাঁদের প্রকাশিত টুইট

Twitter source- Unmukt Chand

Previous articleভিডিও: সেঞ্চুরি করে ফিরে আসার পর কেএল রাহুল কে সম্বন্ধনা সাজঘরে
Next articleচাঁদে জলের সন্ধান দিল চন্দ্রযান-২, অভূতপূর্ব সাফল্য ইসরোর
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply