এই ২জন খেলোয়ার কে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলো চেন্নাই সুপার কিংস, আইপিএল ২০২১ খবর

আইপিএল ২০২১ খবর, আইপিএল ২০২১ নিলামের খবর

আইপিএল ২০২০ সবেমাত্র শেষ হয়েছে আর তার সঙ্গে আইপিএল ২০২১ এর ঘন্টা বেজে গেছে। কারণ এ বছর নির্ধারিত সময়েই আইপিএল আয়োজন করা হবে। সেই কারণে প্রায় সমস্ত দলই নিজেদের টিমকে পুনরায় সাজিয়ে নেওয়ার কাজ করছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী চেন্নাই সুপার কিংসের এ বছর তাদের দলে বড়ো-সড়ো পরিবর্তন আনতে চলেছে। তার কারণ অবশ্যই ২০২০তে চেন্নাইয়ের প্রদর্শন।

আইপিএল ২০২০তে চেন্নাইয়ের প্রদর্শন যথেষ্ট নিরাশা জনক হয়েছে। দর্শক, সোশ্যাল মিডিয়ায় এজন্য তাদেরকে নিয়ে অনেক হাসি ঠাট্টাও করা হয়েছে। সংবাদ মাধ্যমের কিছু সূত্র অনুযায়ী চেন্নাই কেদার যাদব ও পীযূষ চাওলা কে হয়তো এবছর আইপিএলে দলে রাখবেনা। চেন্নাই টিম ম্যানেজমেন্ট আইপিএল ২০২১শে তরুণ প্রতিভার দিকে নজর দেবে। 

আরও পড়ুন- মেলবোর্নের টুইট ঘিরে ট্রোলের মুখে রোহিত শর্মা

কেদার ও পীযূষ দুজনই খুব অভিজ্ঞ খেলোয়াড়, সেই কারণে তাদের পরিবর্তন খোঁজা চেন্নাই এর কাছে যথেষ্ট কঠিন হবে বলেই মনেকরা হচ্ছে। মহেন্দ্র সিং ধোনি ২০২০ আইপিএলের ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জানিয়ে দিয়েছেন যে ২০২১ আইপিএলে তিনি খেলবেন। এছাড়াও তাদের ওপেনিং ব্যাটসম্যান ‘শেন ওয়াটসন’ আইপিএল থেকে অবসর নেওয়ায় তাদের একজন ওপেনিং ব্যাটসম্যানের প্রয়োজন। ফলে আইপিএল ২০২১ নিলাম চেন্নাই এর কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ।

আইপিএল ২০২১ খবর, আইপিএল ২০২১ নিলামের খবর

বিসিসিআই আইপিএল এর সমস্ত দলের কাছে ২০ জানুয়ারির মধ্যে তাদের ছেড়ে দেওয়া খেলোয়ারদের নামের তালিকা চেয়েছে। চেন্নাই ছাড়াও রাজস্থান রয়েলস ২০২১ আইপিএলে তাদের দলে বড়সড় রদবদল করতে পারে। একমাত্র মুম্বাই ইন্ডিয়ান্স তাদের সমস্ত খেলোয়াড় কে এ বছরের জন্য পুনরায় তাদের দলে রাখবে। ২০২১শে ৮ দলীয় আইপিএল সংঘঠিত হবে, ২০২২ সালে ১০ দলীয় আইপিএল হবার চূড়ান্ত সম্ভাবনা রয়েছে যার ফলে ২০২২ সালে আইপিএলের মেগা নিলামের আয়জন করা হবে। যেখানে বর্তমান দল গুলি তাদের মাত্র ৩জন খেলোয়াড়কেই নিজের দলে রাখার ছাড়পত্র পাবে।

“এই ২জন খেলোয়ার কে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলো চেন্নাই সুপার কিংস, আইপিএল ২০২১ খবর”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন