IPL 2021 strategy: কোন খেলোয়ার গুলিকে ছেড়ে দেওয়া হচ্ছে, কাদের কে পুনরায় দলে রাখা হচ্ছে

 IPL 2021 strategy, আইপিএল ২০২১ এর খবর

আইপিএল শুরু হতে আর মাত্র তিন মাস বাকি, আর এর মধ্যেই সমস্ত দলগুলি নিজেদের খেলোয়াড়দের সাজিয়ে নেওয়ার কাজ শুরু করে দিয়েছে। আইপিএল ২০২১ এর নিলাম এখনো পর্যন্ত হবার কথা আছে ১১ই ফেব্রুয়ারি। এ বছর অবশ্যই মেগা নিলাম অনুষ্ঠিত হবে না, আইপিএলে ৮টি দলের বেঁচে থাকা অর্থ ও প্রত্যেকটি দলের ছেড়ে দেওয়ার খেলোয়াড়দের নিয়ে ছোট নিলামের আসর আয়োজন করা হবে। 

বিসিসিআই জানুয়ারি মাসের ২০ তারিখের মধ্যে ৮টি দলের কাছে তাদের ছেড়ে দেওয়া খেলোয়ারদের নামের তালিকা চেয়েছে। আইপিএলে প্রত্যেকটি দলের বেঁচে থাকা অর্থ যদি একত্র করা যায় তবে তার পরিমাণ দাঁড়ায় ৮৫ কোটি। এই টাকার সাথে ৮টি দলের ছেড়ে দেওয়া খেলোয়ারদের অর্থের পরিমাণ একত্রিত করে ১১ই ফেব্রুয়ারি ২০২১ আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে।

দল থেকে ছেড়ে দেওয়া খেলোয়াড়দের অবশ্য পুনরায় নিজের দলে ফিরিয়ে আনতে পারবে সংশ্লিষ্ট দলগুলি। সেক্ষেত্রে তারা ‘Right to match'(RTM) পদ্ধতিকে কাজে লাগাতে পারবে। RTM ব্যবহার করার ফলে খেলোয়াড়দের কেনার অর্থের পরিমানের পরিবর্তন হবে। প্রত্যেকটি দলই তাদের কৌশল অনুসারে এই RTM পদ্ধতিকে কাজে লাগায়।

IPL 2021 strategy, আইপিএল ২০২১ নিলাম

এবার আসুন দেখে নিই কোন দল গুলি কোন খেলোয়ার দের ছেড়ে দিচ্ছে কাদের কেই বা পুনরায় দলে রাখছে।

কলকাতা নাইট রাইডার্স (KKR)

Kkr এর কাছে বেঁচে থাকা অর্থের পরিমাণ ৮.৫ কোটি।

পুনরায় দলে রাখা খেলোয়াড় (সম্ভবত):

প্যাট কামিনস, শুবমান গিল, বরুণ চক্রবর্তী, প্রসিদ্ধ কৃষ্ণ, শিবম মাভি, ইওন মরগান, লকি ফার্গুসন, কমলেশ নাগরকোটি, রাহুল ত্রিপাঠি, নীতীশ রানা।

RTM খেলোয়ার:

ক্রিস গ্রিন, টম বান্টন, রিঙ্কু সিং, সন্দীপ ওয়ারিয়র, দীনেশ কার্তিক, কমলেশ নগরকোটি, লকি ফার্গুসন, নীতীশ রানা।

ছেরে দেওয়া খেলোয়াড় গুলি (সম্ভবত):

সুনীল নারিন, আন্দ্রে রাসেল

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)

Rcb এর কাছে বেঁচে থাকা অর্থের পরিমাণ ৬.৪ কোটি।

পুনরায় দলে রাখা খেলোয়াড় (সম্ভবত):

বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, যুজবেন্দ্র চাহাল, মোহাম্মদ সিরাজ, নবদীপ সায়নী, দেবদত্ত পাদিক্কল।

RTM খেলোয়ার:

দেবদূত পদিক্কাল, ওয়াশিংটন সুন্দর, শিবম ডুব, জস ফিলিপ, গুরকিরাত মান, পবন নেগি, ইসুরু উদানা, পবন দেশপাণ্ডে, সরফরাজ আহমেদ।

ছেরে দেওয়া খেলোয়াড় গুলি (সম্ভবত):

পার্থিব প্যাটেল, কেন রিচার্ডসন, উমেশ যাদব, অ্যারন ফিঞ্চ, মইন আলী, ক্রিস মরিস, ডেল স্টেইন।

IPL 2021 strategy, আইপিএল ২০২১ এর নিলাম
চেন্নাই সুপার কিংস (CSK)

Csk এর কাছে বেঁচে থাকা অর্থের পরিমাণ ১৫লাখ।

পুনরায় দলে রাখা খেলোয়াড় (সম্ভবত):

ফাফ ডু প্লেসিস, এমএস ধোনি, সুরেশ রায়না, রতুরাজ গায়কওয়াদ, শারদুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, স্যাম কুরান, অম্বাতি রায়ডু, দীপক চাহার।

RTM খেলোয়ার:

অম্বাতি রায়দু, শারদুল ঠাকুর, দীপক চাহার, পীযূষ চাওলা, মিচেল স্যান্টনার, ডোয়াইন ব্রাভো, লুঙ্গি এনগিদি, জশ হ্যাজলউড, করন শর্মা, সাই কিশোর।

ছেরে দেওয়া খেলোয়াড় গুলি (সম্ভবত):

মুরলি বিজয়, হরভজন সিং, কেদার যাদব, ইমরান তাহির, শেন ওয়াটসন, নারায়ণ জগদীশন, মনু কুমার।

আরও পড়ুন- মেলবোর্নের টুইট ঘিরে ট্রোলের মুখে রোহিত শর্মা

মুম্বাই ইন্ডিয়ানস (MI)

Mi এর কাছে বেঁচে থাকা অর্থের পরিমাণ ১.৯৫ কোটি।

পুনরায় দলে রাখা খেলোয়াড় (সম্ভবত):

রোহিত শর্মা, জসপ্রিত বুমরাহ, কাইরন পোলার্ড, কুইন্টন ডি কক, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ড্য, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, ক্রুনাল পান্ড্য, জয়ন্ত যাদব, ইশান কিশান।

RTM খেলোয়ার:

ট্রেন্ট বোল্ট, কুইন্টন ডি কক, শেরফেন রাদারফোর্ড, আনমলপ্রীত সিং, মহসিন খান, প্রিন্স বলবন্ত রায় সিং, নাথান কুল্টার নীল, অনুকুল রায়, জেমস প্যাটিনসন।

ছেরে দেওয়া খেলোয়াড় গুলি (সম্ভবত):

ধাওয়ান কুলকার্নি, ম্যাকক্লেনাঘন, সৌরভ তিওয়ারি, ক্রিস লিন, দিগ্বিজয় দেশমুখ, আদিত্য তারে।

IPL 2021 strategy, আইপিএল ২০২১ এর নিলাম
দিল্লী ক্যাপিটালস (DC)

Dc এর কাছে বেঁচে থাকা অর্থের পরিমাণ ৯ কোটি।

পুনরায় দলে রাখা খেলোয়াড় (সম্ভবত):

শ্রেয়াস আইয়ার, কাগিসো রাবাদা, মার্কাস স্টোইনিস, শিখর ধাওয়ান, রিষভ পান্ত, এনরিক নর্তজে, রবি আশ্বিন।

RTM খেলোয়ার:

অজিংক্যা রাহানে, শিমরন হেটমায়ার, তুষার দেশপাণ্ডে, অক্ষর প্যাটেল,  সন্দীপ লমিছনে, পৃথ্বী শ, হর্ষাল প্যাটেল।

ছেরে দেওয়া খেলোয়াড় গুলি (সম্ভবত):

অমিত মিশ্র, ড্যানিয়েল স্যামস, ইশান্ত শর্মা, আবেশ খান, অ্যালেক্স কেরি, মোহিত শর্মা, কিমো পল।

কিংস 11 পাঞ্জাব (KXIP)

Kxip এর কাছে বেঁচে থাকা অর্থের পরিমাণ ১৬ কোটি।

পুনরায় দলে রাখা খেলোয়াড় (সম্ভবত):

মায়াঙ্ক আগরওয়াল, মোহাম্মদ শামি, অর্শদীপ সিং, কেএল রাহুল, রবি বিশ্বনাই, নিকোলাস পুরান, মনদীপ সিং, ক্রিস জর্ডান, মুরুগান অশ্বিন।

RTM খেলোয়ার:

মোহাম্মদ শামি, দীপক হুদা, জেমস নীশাম, ক্রিস গেইল, আরশদীপ সিং, কৃষ্ণপ্পা গৌতম, জে সুচিথ, দর্শন নলকান্দে।

ছেরে দেওয়া খেলোয়াড় গুলি (সম্ভবত):

সরফরাজ খান, করুণ নায়ার, গ্লেন ম্যাক্সওয়েল, শেল্ডন কটরেল, মুজিব উর রহমান, ঈশান পোরেল, হার্ডাস ভিলজোয়েন, প্রভাসিমরন সিং।

 IPL 2021 strategy, IPL এর খবর
সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)

Srh এর কাছে বেঁচে থাকা অর্থের পরিমাণ ১০ কোটি।

পুনরায় দলে রাখা খেলোয়াড় (সম্ভবত):

রিদ্ধিমান সাহা, জেসন হোল্ডার, জনি বেসস্টো, ডেভিড ওয়ার্নার, রশিদ খান, টি নাটারাজন, কেন উইলিয়ামসন

RTM খেলোয়ার:

খলিল আহমেদ, সন্দীপ শর্মা, বিজয় শঙ্কর, মোহাম্মদ নবী, ভুবনেশ্বর কুমার, মনীষ পান্ডে, জনি বেয়ারস্টো, প্রিয়ম গার্গ, মনীশ পান্ডে, আবদুল সামাদ, শাহবাজ নাদিম, অভিষেক শর্মা।

ছেরে দেওয়া খেলোয়াড় গুলি (সম্ভবত):

শ্রীভাতস গোস্বামী, বাভানাকা সন্দীপ, বিলি স্টানলাকে, মিচেল মার্শ, সিদ্ধার্থ কৌল, সঞ্জয় যাদব।

 IPL 2021 strategy, আইপিএল ২০২১ এর খবর
রাজস্থান রয়েলস (RR)

RR এর কাছে বেঁচে থাকা অর্থের পরিমাণ ১৪ কোটি।

পুনরায় দলে রাখা খেলোয়াড় (সম্ভবত):

জস বাটলার, সঞ্জু স্যামসন, বেন স্টোকস, জোফার আরচার, রাহুল তেওয়াতিয়া, স্টিভ স্মিথ, কার্তিক ত্যাগী, টম কুরান।

RTM খেলোয়ার:

জস বাটলার, মায়াঙ্ক মার্কান্ডে, অনিরুধা যোশি, ডেভিড মিলার, রিয়ান পরাগ, শ্রেয়াস গোপাল, ওশানে টমাস, যশাসবী জয়সওয়াল, শশাঙ্ক সিং।

ছেরে দেওয়া খেলোয়াড় গুলি (সম্ভবত):

জয়দেব উনাদকাত, রবিন উথাপ্পা, অ্যান্ড্রু টাই, শ্রেয়াস গোপাল, বরুণ অ্যারন, আকাশ সিং, অনুজ রাওয়াত, মহিপাল লোমার।

“IPL 2021 strategy: কোন খেলোয়ার গুলিকে ছেড়ে দেওয়া হচ্ছে, কাদের কে পুনরায় দলে রাখা হচ্ছে”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন