নাসা অরবিটার এর চোখে ধরা পড়লো চীনের মার্স রোভার Zhurong

আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার Mars Reconnaissance Orbiter (MRO) এর সাথে যুক্ত থাকা HiRISE ক্যামেরার সাহায্যে চীনের রোভার ZURONG এর এক অত্যাশ্চর্য ছবি তুলেছে গত ৬ জুন। লালগ্রহে থাকা সমতল জায়গা ইউটোপিয়া প্লানেটিয়াতে প্রায় তিন সপ্তাহ পরে লাল মাটি স্পর্শ করলো স্টেশনারি লান্ডারের সাথে যুক্ত থাকা এই ZURONG রোভার।

নাসা অর্বিটারে ব্যবহৃত HIRISE ইমেজারি সিস্টেমটি দ্বারা যে ছবিটি তোলা হয়েছে সেটি এতটাই নিখুঁত যে মঙ্গলের মাটিতে রোভারের চারপাশে পড়ে থাকা হিট শিল্ড, ব্যাক সেল, প্যারাসুট পর্যন্ত সেই ছবিতে স্পষ্ট।

চীনের এই ZURONG মিশনটি TIANWEN-1 মিশনের একটি অংশ। এই মহাকাশযানটি লালগ্রহের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল ২০২০ সালের জুলাই মাসে। তিয়ানওয়েন-১এ রোভারের সাথে একটি অরবিটারও রয়েছে। যেটি মঙ্গলের আকাশ থেকে রোভারটি পরিচালনা এবং পৃথিবী থেকে রোভারের সাথে সংযোগ স্থাপন করবে।

আরো পড়ুন-এবার মহাকাশে পাড়ি দিতে চলেছেন অ্যামাজনের CEO জেফ বেজোস

ZURONG মঙ্গলের যে স্থানটিতে অবতরণ করেছে সেই অঞ্চল এবং তার আশেপাশের অঞ্চলে জল এবং বরফের সন্ধান করবে আগামী তিন মাস। অপরদিকে তিয়ানওয়েন-১ মঙ্গলের এক বছর অর্থাৎ পৃথিবী অনুযায়ী ৬৮৭ দিন মঙ্গলের কক্ষপথে চারদিকে ঘুরে খনিজ সংক্রান্ত এবং অন্যান্য তথ্য সংগ্রহ করে পৃথিবীতে প্রেরণ করবে।

মন্তব্য করুন