চাঁদে আগ্নেয়গীরির আবিষ্কার করল চিনের চন্দ্রযান

চাঁদে আগ্নেয়গীরির আবিষ্কার করল চিনের চন্দ্রযান

পৃথিবীর উপগ্রহ চাঁদ রাতের আকাশে প্রত্যেকটি মানুষের মন জয় করে। চাঁদের স্নিগ্ধ রূপ বিজ্ঞানীদের বারবার আকর্ষিত করে অজানা রহস্য সন্ধানে। আর সেই রহস্যের সন্ধানে একধাপ এগিয়ে গেল চিন। চিনের চন্দ্রযান চেং-ই ৫ থেকে প্রাপ্ত নমুনা পরীক্ষা করে বিজ্ঞানীদের হাতে এসেছে নতুন তথ্য। বিজ্ঞানীরা জানিয়েছেন ২০৯ কোটি বছর পূর্বে লাভাস্রোত বয়ে যেত কোন এক আগ্নেয়গিরি থেকে, তবে সেই আগ্নেয়গিরি বর্তমানে ঘুমন্ত।

চিন চন্দ্র অভিযানের জন্য গত ২০২০ সালের ডিসেম্বর মাসে চেং-ই ৫ নামে একটি মহাকাশযান পাঠিয়েছিল। চন্দ্রযানটির নামকরণ করা হয়েছিল চিনের চাঁদের দেবীর নাম অনুসারে। এই চন্দ্র অভিযানে চিনের মহাকাশ যানটি ১৭৩১ গ্রাম চাঁদের নমুনা নিয়ে পৃথিবীতে ফিরেছে। চাঁদের নমুনা পরীক্ষা শুরু হয়ে গিয়েছে অনেকদিন ধরেই। যে নমুনা পরীক্ষা করেই বিজ্ঞানীদের সামনে এসেছে এই অদ্ভুত তথ্যটি। তারা জানান ১৯৬ কোটি বছর আগেও চাঁদের আগ্নেয়গিরি সক্রিয় ছিল, যেখান থেকে বয়ে যেত লাভাস্রোত।

আরো পড়ুন-শনির উপগ্রহগুলির এক আশ্চর্য ভিডিও শেয়ার করল নাসা, দেখুন সেই ভিডিও

এরপূর্বে বিজ্ঞানীদের ধারণা ছিলো ২১০ কোটি বছর আগে চাঁদের বুকে ঘটে চলা বিভিন্ন বিপর্যয় গুলি থেমে গিয়েছে। তবে সেই তথ্য ভুল প্রমান করলো চেং-ই ৫। নয়া প্রাপ্ত নমুনা থেকে একথা স্পষ্ট যে চাঁদের মাটিতে অগ্নুৎপাত হতো এবং সেখান থেকে প্রচুর পরিমাণ লাভা ও তেজস্ক্রিয় পদার্থ বেরিয়ে আসত চন্দ্রপৃষ্ঠে। এছাড়া আরও বিশেষ কিছু তথ্য সংগ্রহ করে নিয়ে এসেছে এটি। বিজ্ঞানীদের দাবি চাঁদের যে অংশে সমুদ্র ছিল সেখানেই সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে, এছাড়াও লাভার মধ্যে তারা পেয়েছেন থোরিয়াম, ইউরেনিয়াম, পটাশিয়াম জাতীয় তেজস্ক্রিয় পদার্থ গুলি।

Previous articleপ্রোফাইল পিকচার দেখতে পারবেন কেবল পছন্দের কন্টাক্ট, হোয়াটসঅ্যাপের নয়া আপডেট
Next articleলালগ্রহের Jezero Crater নিয়ে নয়া তথ্য আবিষ্কার করলো পারসিভেরান্স
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply