বাজেটে বাড়েনি দাম তাও সিগারেটের দাম বেড়েছে বাজারে

বেশ কিছুদিন ধরে বেড়েছে সিগারেটের দাম। আর তার ওপর গত সোমবার বাজেট পেশ হওয়ার পর থেকে সিগারেটের দাম আরো বাড়তে শুরু করে। মূলত বাজেটে সিগারেটের দাম বিশেষ হেরফের না হলেও। ক্রেতাদের দিতে হচ্ছে অধিক দাম। এই ঘটনা ঘটছে নানা জায়গায়।

বাজেটের পর থেকে সিগারেটের দাম বেড়েছে প্রায় ২০ – ৩০ শতাংশ। অধিক খরচ করে ক্রেতাদের কিনতে হচ্ছে সিগারেট। বাজেটে সিগারেটের দাম না বাড়লেও নানা জায়গায় বেশি দামে সিগারেট কিনে বিরক্ত সাধারণ।

আরও পড়ুন – নারায়ন দেবনাথ, মৌমা দাস সহ বাংলার আরো পাঁচজন পেলেন পদ্মশ্রী সম্মান

মূলত বাজেট পেশের আগে থেকেই এই দাম বাড়তে শুরু করেছে। কেনো এই ভাবে সিগারেটের দাম বাড়লো তাই নিয়ে রয়েছে নানা প্রশ্ন। দেশে প্রাকৃতিক দুর্যোগের কারণে মাঝে মধ্যে ফসল নষ্ট হলে দাম বারে তবে সিগারেট এর ক্ষেত্রে তেমন কিছুই নয়। সিগারেটের উৎপাদনে কোনো ঘাটতি পড়েনি। তাই হঠাৎ এই দাম বেড়ে যাওয়া নিয়ে কিছু কিছু ব্যাক্তির মত যে কোনো এক শ্রেণীর মজুৎকারির দ্বারা ইচ্ছাকৃত ভাবে তৈরি করা হয়েছে বাজারে সিগারেটের অভাব। যার ফলে বাড়ছে দাম।

এছাড়াও আরেকটি ধারণা শোনা যাচ্ছে যে প্রত্যেক বারের মতোই এবারও বাজেটের আগে দাম বাড়ানো হচ্ছে যাতে পরে দাম বাড়লে ক্রেতা দের দাম নিয়ে হঠাৎ অসন্তোষ না হতে হয়। কেউ কেউ মনে করছে সিগারেটের দাম আরো বাড়তে পারে।

“বাজেটে বাড়েনি দাম তাও সিগারেটের দাম বেড়েছে বাজারে”-এ 2-টি মন্তব্য

Leave a Reply