ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দর্শকদের অনুমতি দেওয়া হলো। প্রথম টেস্ট হবে দর্শকশূন্য মাঠে

ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজ ২০২১

ভারতের ক্রিকেট প্রেমী ও চেন্নাইয়ের দর্শকদের জন্য সুখবর দ্বিতীয় টেস্ট ম্যাচে দর্শকরা মাঠে গিয়ে খেলা দেখতে পারবেন। এই মঙ্গলবার তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানানো হয়েছে যে, ভারত ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ যা ১৩ থেকে ১৭ই ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে। সেই ম্যাচে ৫০% দর্শক স্টেডিয়ামে গিয়ে ম্যাচ দেখার সুযোগ পাবে।

বর্তমানে ভারতে দর্শকশূন্য মাঠেই ঘরোয়া ক্রিকেটের খেলাগুলি সম্পন্ন হচ্ছে। তামিলনাড়ু সরকারের ছাড়পত্র পাওয়ার পরই স্টেডিয়ামের মোট আসন সংখ্যার ৫০ শতাংশ আসনের টিকিট বিক্রি করবে চেন্নাই স্টেডিয়াম।

দ্বিতীয় টেস্টে দর্শকদের অনুমতি দেওয়া হলেও প্রথম টেস্ট ম্যাচ হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম দুটি টেস্ট ম্যাচ চেন্নাইতেই অনুষ্ঠিত হবে। পরের দুটি টেস্ট আমেদাবাদের নতুন স্টেডিয়ামে আয়োজিত হবে, যার মধ্যে তৃতীয় টেস্ট দিন-রাতের ম্যাচ হবে।

আরো পড়ুন- ২০২১ এ কবে এবং কোথায় হতে চলেছে আইপিএল

ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজ ২০২১

ভারত-ইংল্যান্ড সিরিজের সময়সূচি:
PicsArt 02 02 10.02.07 1
ভারত-ইংল্যান্ড সিরিজের সময়সূচি

মন্তব্য করুন