ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালে কোন দুই দল যেতে চলেছে

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কারা যেতে চলেছে। ভারত এখন তালিকায় কত নম্বরে রয়েছে, কাদের ফাইনালে যাওয়ার সম্ভাবনা প্রবল?।

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০১৯-২১
বর্তমানে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা:-
PicsArt 02 03
আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা

উপরের তালিকায় দেখতেই পাচ্ছেন ভারত ৪৩০ পয়েন্টের সঙ্গে প্রথম স্থানে রয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড ৪২০ পয়েন্টের সাথে। এখানে আরো একটি পয়েন্ট তালিকা রয়েছে ‘PTC’, যেটি শতাংশের বিচারে ভাগ করা হয়েছে। এই PTC এর বিচারেই বর্তমানে নিউজিল্যান্ড WTC(world test championship) এর ফাইনালে যোগ্যতা অর্জন করে নিয়েছে। ভারতের ক্ষেত্রে যেহেতু সামনে ইংল্যান্ড সিরিজ রয়েছে সেই কারণে ভারতকে এই সিরিজ জিততে হবে।

আরো পড়ুন- ২০২১ এ কবে এবং কোথায় হতে চলেছে আইপিএল

আসুন ক্রিকেটের কিছু গননা দেখে নেওয়া যাক। বর্তমানের পরিসংখ্যান অনুযায়ী ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া তিনটি দেশই WTC এর ফাইনালে জায়গা করে নিতে পারে। অস্ট্রেলিয়ার ফাইনালে যাওয়ার জন্য ভারত ইংল্যান্ড সিরিজের দিকে তাদের নজর রাখতে হবে, এতটাই গুরুত্বপূর্ণ এই ভারত ইংল্যান্ড সিরিজ।

ভারত ইংল্যান্ড ৪ টেস্ট ম্যাচের সিরিজ:


• যদি সিরিজ ড্র হয় ২-২, ১-১, ০-০ তবে অস্ট্রেলিয়া ফাইনালে যাবে।
• যদি ভারত ২-০, ২-১, ৩-০, ৪-০, ৩-১ ব্যবধানে সিরিজ জেতে তবে ভারত ফাইনালে যাবে। অর্থাৎ ৪ ম্যাচের মধ্যে দু’টি টেস্ট জিততে হবে বিরাট বাহিনীকে।
• যদি ইংল্যান্ড ৩-০ ব্যবধানে সিরিজ যেতে তবেই তারা WTC এর ফাইনালে যাবে। ১-০, ২-১, ৩-১ ফলাফল হলে অস্ট্রেলিয়া ফাইনালে যাবে।

Leave a Reply