মঙ্গলে সমাপ্ত হল নাসার ইনসাইট মিশন। কিন্তু কেনো?

নাসার ইনসাইট মিশন, ইনসাইট ল্যান্ডার মোল

মঙ্গল গ্রহে সমাপ্ত হল নাসার ইনসাইট মিশন, কিন্তু কেন ব্যর্থ হল নাসার এই মিশন। দীর্ঘ প্রচেষ্টার পর ইনসাইট মৃত বলে ঘোষণা করল নাসা।

ইনসাইট ল্যান্ডার মোল‘ মিশনটি লঞ্চ হয়েছিল ২০১৮ সালে, মিশনের উদ্দেশ্য ছিল মঙ্গল গ্রহের ভূপৃষ্ঠের তাপমাত্রার পরিমাপ করা। মিশনটির মাধ্যমে যে যন্ত্রটিকে মঙ্গলে পাঠানো হয়েছিল সেই যন্ত্রটি মঙ্গলের ভূপৃষ্ঠে ড্রিলিং প্রক্রিয়ায় খনন করতে সক্ষম ছিল। ইনসাইট ল্যান্ডারের ড্রিলটি ১৬ ইঞ্চি লম্বা ও ১৬ ফুট গভীরে খোদাই করতে সক্ষম ছিল। কিন্তু মঙ্গলের ভূপৃষ্ঠে মাত্র ২ ফুট ড্রিল করার পরই এই যন্ত্রটি কাজ করা বন্ধ করে দেয়। এরপর বহু প্রচেষ্টার পরও ড্রিলটিকে মাটির বাইরে বের করে আনা সম্ভব হয়নি। নাসা এরপর ১৪ই জানুয়ারি ২০২১ সালে ইনসাইট মিশনটিকে মৃত বলে ঘোষণা করে দেয়।

আরো পড়ুন – পৃথিবীর থেকে চন্দ্রপৃষ্ঠে অবস্থিত অ্যাপোলো-১৫ এর সুস্পষ্ট ছবি তুললেন বিজ্ঞানীরা

মিশনটি ব্যর্থ হবার পর বিজ্ঞানীমহলের অনুমান মঙ্গলের ভূপৃষ্ঠ যতটা নরম ভাবা হয়েছিল ততটা নরম নয়। মঙ্গলের ভূপৃষ্ঠ যথেষ্ট শক্ত এবং ড্রিল মেশিনটিকেও তার সক্ষম করে তোলার দরকার ছিল।

নাসার ইনসাইট মিশন, ইনসাইট ল্যান্ডার মোল

ইনসাইট ল্যান্ডার মিশনের উদ্দেশ্য ছিল:-

মঙ্গল গ্রহে জলের অস্তিত্বের কিছু নিদর্শন বিজ্ঞানীরা পেয়েছেন। সেই কারণে ইনসাইট মিশনের মাধ্যমে তারা মঙ্গল গ্রহের ভূপৃষ্ঠের নিচের তাপমাত্রা ও মঙ্গলের মাটি নিয়ে আরো বিশদে তথ্য সংগ্রহ করতে চেয়েছিল। মঙ্গলে থাকাকালীন ইনসাইট বিজ্ঞানীদের হাতে কিছু তথ্য তুলে দিয়েছে, যেমন মঙ্গলের তাপমাত্রা -৮° সেলসিয়াস থেকে -৫০° সেলসিয়াস থাকে ও আণুবীক্ষণিক জীব হয়ত মঙ্গলে রয়েছে।

মিশনটি যদি সফল হতো তবে মঙ্গল গ্রহের ভূপৃষ্ঠের নিচের কোর, মান্টেল ও ক্রাস্টের তাপমাত্রার অনুমান করতে পারতেন বিজ্ঞানীরা।

মন্তব্য করুন