Climate change: হিমবাহ বিলুপ্তির পথে! প্রবল বিপদের সম্মুখীন হতে পারে পৃথিবী

Climate change – বর্তমান পৃথিবীতে বিশ্ব উষ্ণায়নের প্রভাব কতটা পরিমাণে পড়ছে সে বিষয়ে আমরা সকলেই অবগত। ক্রমাগত নির্গত হওয়া গ্রীনহাউজ গ্যাস যার একটি প্রধান কারণ। গবেষণায় বলছে এভাবে চলতে থাকলে পৃথিবীতে হিমবাহের পরিমাণ কমতে থাকবে, বিলুপ্ত হতে থাকবে একে একে।

পৃথিবীতে মানুষের কারণে যে পরিমাণ গ্রীনহাউস গ্যাস নির্গত হয় প্রতি বছর তার প্রভাবে পৃথিবীতে বিষ্ণ উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং ক্রমাগত বেড়েই চলেছে। দিনের পর দিন খারাপ হয়ে চলেছে পরিস্থিতি। একদল গবেষক জানিয়েছেন যদি এভাবেই পৃথিবীতে বিশ্ব উষ্ণায়ন বাড়তে থাকে তবে আগামী দিনে পৃথিবীতে উপস্থিত হিমবাহের পরিমাণ ক্রমেই হ্রাস পাবে। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে ধীরে ধীরে ক্ষয় পাচ্ছে হিমবাহ, গলে যাচ্ছে বিভিন্ন অঞ্চলের বরফ।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা (NASA) একটি প্রতিবেদনে বলেছে ২৮ বছর পর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় এক ফুট পর্যন্ত বৃদ্ধি পাবে, মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ার প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ার একমাত্র কারণ। এমন অবস্থা যদি সঠিক পদক্ষেপ না নেওয়া হয় তবে আগামী দিন গুলিতে এর ভয়াবহ প্রভাব পৃথিবীতে লক্ষ্য করা যাবে এবং এর একমাত্র কারণ হবে মানব জাতি। একটি গবেষণায় জানা গিয়েছে ১০০ বছর পর পৃথিবীতে উপস্থিত সকল হিমবাহের ২৬ থেকে ৪১ শতাংশ হ্রাস পাবে অর্থাৎ পৃথিবীর বুকে উপস্থিত তিনটি হিমবাহের মধ্যে দুটি হিমবাহ বিলুপ্ত হয়ে যাবে সম্পূর্ণভাবে।

আরো পড়ুন -বিশ্বের একমাত্র চিড়িয়াখানা যেখানে খাঁচায় মানুষ বাস করে

এখানেই শেষ নয়, একটি সমীক্ষায় দেখা গিয়েছে যদি আগামী বছরগুলিতে তাপমাত্রা ২° সেলসিয়াস এর বেশি বাড়তে থাকে তবে মধ্য ইউরোপ, আমেরিকা, পশ্চিম কানাডা এর উপর এর প্রভাব পড়বে সবথেকে বেশি। এই সমস্ত এলাকায় থাকা সকল হিমবাহ সম্পূর্ণ ভাবে গলে যাবে। যদি পৃথিবীর ভারসাম্য বজায় রাখতে হয় এবং হিমবাহের গলে যাওয়া বন্ধ করতে হয় তার একমাত্র উপায় হল গ্রীনহাউস গ্যাস নির্গমন কে কমানো এবং যতটা সম্ভব হবে বন্ধ করার চেষ্টা। যদিও সম্পূর্ণ ভাবে এই গ্যাস নির্গমন বন্ধ করতে আমাদের সময় লাগবে ৩০ থেকে ১০০ বছর পর্যন্ত।

“Climate change: হিমবাহ বিলুপ্তির পথে! প্রবল বিপদের সম্মুখীন হতে পারে পৃথিবী”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন