ভারত শ্রীলংকা তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ ২০২৩: highlights

ভারত শ্রীলংকা তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ ২০২৩: highlights

ভারত শ্রীলংকা তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ ২০২৩: ভারত বনাম শ্রীলংকা তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে সম্পূর্ণ হাইলাইটস ভিডিও নিচে দেয়া হল। এই ম্যাচ ছিল সিরিজের নির্ণায়ক ম্যাচ এর আগে ভারত একটি ও শ্রীলংকা একটি করে ম্যাচ জয়ী হয়েছিল।

তারিখ- শনিবার, জানুয়ারী ০৭, ২০২৩

স্টেডিয়াম- সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, রাজকোট।

টস- ভারত টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।

এই ম্যাচে ভারতের মিডিলঅডার ব্যাটসম্যান সূর্য কুমার যাদব শতরান করেন, এই নিয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে তার ৩ নম্বর শতরান। ৩ ম্যাচ টি২০ সিরিজের ফলাফল ২-১।

ম্যাচের সংক্ষিপ্ত বিবরণ

ভারতীয় ইনিংস- ২২৮/৫
ভারতীয় ব্যাটিংশ্রীলংকা বোলিং
সূর্য কুমার যাদব- ১১২(৫১)*দিলশান মাদুশঙ্কা- ২(৫৫)
শুভমান গীল- ৪৬(৩৬)রাজিত-১(৩৫)
শ্রীলঙ্কার ইনিংস- ১৩৭/১০
শ্রীলংকা ব্যাটিংভারত বোলিং
দানুস শঙ্কা- ২৩(১৭)আর্সদ্বীপ সিং- ৩(২০)
কুশল মেন্ডিস- ২৩(১৫)হার্দিক পান্ডিয়া-২(৩০)

ভারত শ্রীলংকা তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ ২০২৩: full match highlights, CLICK HERE

Previous article“তুমি হয়তো আমার খেলা দেখো নি”- রাহুল দ্রাবির সূর্য কুমার যাদব কে, দেখুন ভিডিও
Next articleClimate change: হিমবাহ বিলুপ্তির পথে! প্রবল বিপদের সম্মুখীন হতে পারে পৃথিবী
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply