“তুমি হয়তো আমার খেলা দেখো নি”- রাহুল দ্রাবির সূর্য কুমার যাদব কে, দেখুন ভিডিও

Ind vs sl 3rd T20 match: ভারত বনাম শ্রীলংকা তৃতীয় আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে ভারতের ব্যাটসম্যান সূর্য কুমার যাদব দুরন্ত সেঞ্চুরি করেন। যার সুবাদে ভারত ৯২ রানে ম্যাচটি জয় লাভ করে এবং সিরিজ ২-১ ব্যবধানে জয়লাভ করে। ম্যাচ শেষ ভারতের জাতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় ও সূর্য কুমার যাদবের মধ্যে একটি সাক্ষাৎকার ভিডিও প্রকাশ করা হয়।

যে সাক্ষাৎকারে রাহুল দ্রাবিরসূর্য কুমার যাদবের মধ্যে কিছু প্রশ্নোত্তর পর্ব চলে। শুরুতে রাহুল দ্রাবির হাসির ছলে বলেন “তুমি যখন ছোট ছিলে তখন নিশ্চয়ই আমার খেলা দেখনি”। নিচে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারবেন, প্রসঙ্গত তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারত টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। এরপর শুরুতে ওপেনার ঈশান কিসান কে হারালেও শুভমান গিল ও রাহুল ত্রিপাঠি ভারতের স্কোর বোর্ড অগ্রসর করে।

রাহুল দ্রাবির ও সূর্য কুমার যাদবের সাক্ষাৎকার

Video credit- bcci (insta)

দ্বিতীয় উইকেটের পতনের পর সূর্য কুমার যাদব মাঠে নামেন এবং ১১২ রান করেন মাত্র ৫১ বলে। যে ইনিংস ৭ টি চার ও ৯ টি ছয় দ্বারা সজ্জিত ছিল। ভারতের স্কোর দাড়ায় ২২৮/৫। ব্যাটে নেমে শ্রীলংকা ক্রমাগত উইকেট হারাতে থাকে এবং ১৩৭ রানে অল আউট হয়ে যায় তারা। ভারত ৯২ রানে ম্যাচটি জয়লাভ করে।

আরো পড়ুন-

Previous articleজ্বলন্ত গাড়ি থেকে ঋষভ পান্থকে বার করেছিল কে? পড়ুন সেই কাহিনী
Next articleভারত শ্রীলংকা তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ ২০২৩: highlights
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply