ঘোষণা হলো ভারতের ক্রিকেট দলের নির্বাচক কমিটি। দেখুন কাদের হাতে গেল দায়িত্ব

ঘোষণা হলো ভারতের ক্রিকেট দলের নির্বাচক কমিটি। দেখুন কাদের হাতে গেল দায়িত্ব

বিসিসিআই নিউজ: কিছুদিন আগেই বিসিসিআই নির্বাচক কমিটি গঠনের জন্য আবেদনকারীদের বাছাই করেছিল। আজ তাদের মধ্যে থেকেই ৫ জন কে ভারতের সিনিয়র ক্রিকেট দলের নির্বাচক পদে বেছে নেওয়া হলো।

বিসিসিআই সাংবাদিক বিবৃতি দিয়ে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছে যে,
“শ্রীমতি সুলক্ষনা নায়েক, শ্রী অশোক মালহোত্রা এবং শ্রী যতীন পরাঞ্জপে সমন্বিত ক্রিকেট উপদেষ্টা কমিটি (CAC) সর্বভারতীয় সিনিয়র সিলেকশন কমিটির সদস্য বাছাই করার জন্য একটি বিস্তৃত প্রক্রিয়া গ্রহণ করেছে। ১৮ নভেম্বর ২০২২ সাংবাদিক বিবৃতিতে অফিসিয়াল ওয়েবসাইটে জারি করা ৫ টি পদের জন্য। বিজ্ঞাপনের পরে বোর্ড প্রায় ৬০০ টি আবেদন পেয়েছে।

আরো পড়ুন- আরশদীপ সিং টি-টোয়েন্টির সবচেয়ে খারাপ বোলার এর তকমা পেল

যথাযথ বিবেচনা এবং সতর্কতার ভিত্তিতে, CAC ব্যক্তিগত সাক্ষাত্কারের জন্য ১১ জনকে সংক্ষিপ্ত তালিকাভুক্ত করেছে। সাক্ষাৎকারের ভিত্তিতে, কমিটি সিনিয়র পুরুষদের জাতীয় নির্বাচন কমিটির জন্য নিম্নলিখিত প্রার্থীদের সুপারিশ করেছে।” CAC কমিটি চেতন শর্মাকে নির্বাচন কমিটির চেয়ারম্যান ওদের দায়িত্ব দিয়েছেন।

  • চেতন শর্মা
  • শিব সুন্দর দাস
  • সুব্রতো ব্যানার্জী
  • সলিল আনকোলা
  • শ্রীধরন শরৎ
Previous articleClimate change: হিমবাহ বিলুপ্তির পথে! প্রবল বিপদের সম্মুখীন হতে পারে পৃথিবী
Next articleWhatsApp Scams: GIF ফাইলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ জালিয়াতি, এক ক্লিকেই তথ্য ফাঁস! কিভাবে বাঁচবেন?
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply