WhatsApp Scams: GIF ফাইলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ জালিয়াতি, এক ক্লিকেই তথ্য ফাঁস! কিভাবে বাঁচবেন?

WhatsApp Scams – হোয়াটসঅ্যাপে নতুন এক ধরনের জালিয়াতির খবর সম্প্রতি সামনে এসেছে, যেখানে জালিয়াতরা একটি জিআইএফ (GIF) ফাইল এর মাধ্যমে আপনার ফোনের সমস্ত তথ্য চুরি করে নিতে পারে এক নিমিষেই। জেনে নিন কিভাবে বাঁচবেন এই জালিয়াতির হাত থেকে।

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের জালিয়াতরা সবসময় চেষ্টা করে চলে সাধারণ মানুষের গোপন তথ্য হাতিয়ে নেওয়ার এবং বিভিন্ন উপায়ে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে নিজেদের পকেট ভর্তি করার। বিভিন্ন সময় দেখা গিয়েছে বিভিন্ন ধরনের নানান পন্থা নিয়ে সাধারণ মানুষকে ঠকিয়ে কখনো বা ফোন করে কখনো মেসেজ পাঠিয়ে আপনার ফোনের মাধ্যমে আপনাকে জালিয়াতের শিকার বানিয়ে নিতে পারে তারা নিমেষে। এতদিন পর্যন্ত বিশ্বের অন্যতম ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ এই ধরনের জালিয়াতদের হাত থেকে মুক্ত ছিল। তবে সম্প্রতি একটি ঘটনার সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপ থেকে মানুষের ফোনে জালিয়াতরা ঢুকে বিভিন্ন রকম তথ্য এবং টাকা নিমেষের মধ্যে সরিয়ে ফেলছেন তারা।

সম্প্রতি পৃথিবীর কোন এক জায়গা থেকে কিছু খারাপ মনোভাবাপন্ন মানুষ সাধারণ মানুষের ডাটা এবং টাকা গায়েব করার নতুন এক পন্থা অবলম্বন করছে। হোয়াটসঅ্যাপে জিআইএফ ফাইল এর মাধ্যমে তারা এই কাজটি সম্পন্ন করছে। তাদের টার্গেট সাধারণ মানুষ, এতদিন পর্যন্ত এই ধরনের আক্রমণ করতে তারা ব্যবহার করত ফিশিং লিংকের, তবে তাদের নতুন এই পন্থায় তারা ব্যবহার করছে জিআইএফ ফাইল। আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী হয়ে থাকেন তবে আপনি অবশ্যই জানেন যে হোয়াটসঅ্যাপে জিআইএফ বলে একটি অপশন রয়েছে যেখান থেকে খুব সহজেই জিআইএফ ফাইল আপনি কাউকে পাঠাতে পারেন। সেই জিআইএফ ফাইলের সাহায্যে ব্যবহারকরির ডিভাইসে জালিয়াতরা পড়বে নিমেষেই। কিভাবে বাঁচবেন এদের হাত থেকে চলুন জেনে নেওয়া যাক।

বর্তমানে জালিয়াতরা ফিসিং লিঙ্কের পরিবর্তে জিআইএফ ছবি ব্যবহার করছে যার নাম দেওয়া হয়েছে GIFShell। জালিয়াতের তৈরি এই জিআইএফ ফাইলটি আপনার হোয়াটসঅ্যাপে আসবে এবং আপনি যদি তাতে ক্লিক করেন আপনার ফোনের সমস্ত নিয়ন্ত্রণ চলে যাবে তাদের কাছে। তবে হোয়াটসঅ্যাপে এমন কিছু সেটিং রয়েছে যেগুলি চালু করলে আপনি এই ধরনের আক্রমণ থেকে সহজেই বেরিয়ে আসতে পারবেন।

আরো পড়ুন -Whatsapp New Feature: ইন্টারনেট ছাড়াই চ্যাট করতে পারবেন বন্ধুদের সাথে, জেনে নিন নতুন Proxy feature সম্পর্কে

আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী হন তবে আপনার অবশ্যই জানা রয়েছে হোয়াটসঅ্যাপ মিডিয়া ফাইলে যে কোন ছবি বা ভিডিও অটোমেটিক ডাউনলোড হয়ে যায়। সেটিং থেকে শুধু একটি অপশন বন্ধ করলেই আপনি এই ধরনের আক্রমণের হাত থেকে বেঁচে যাবেন। এই ধরনের আক্রমণের হাত থেকে বাঁচতে গেলে আপনাকে যেতে হবে হোয়াটস্যাপ সেটিং এ। সেখানে গিয়ে স্টোরেজ অ্যান্ড ডেটা নামক অপশনে ট্যাপ করতে হবে, ওই অপশন থেকে আপনাকে বেছে নিতে হবে অটোমেটিক মিডিয়া ডাউনলোডের অপশনটি। সেখানে অটোমেটিক মিডিয়া ডাউনলোড অপশনটি বন্ধ করে দিলেই আপনার ফোনে ছবি, ভিডিও বা জিআইএফ ফাইল ডাউনলোড হবে না যতক্ষণ আপনি ডাউনলোড করছেন। এভাবেই আপনি রক্ষা পেতে পারেন এই ধরনের জালিয়াতিদের হাত থেকে।

“WhatsApp Scams: GIF ফাইলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ জালিয়াতি, এক ক্লিকেই তথ্য ফাঁস! কিভাবে বাঁচবেন?”-এ 1-টি মন্তব্য

Leave a Reply