আসছে ধুম ৪ সিনেমা। সিনেমায় আছেন দীপিকা পাডুকোন

আসছে ধুম ৪ সিনেমা। সিনেমায় আছেন দীপিকা পাডুকোন

বেশ কিছু সময় পর আবার আসতে চলেছে ধুম সিনেমা। ২০১৩ সালের পর আবার দর্শকদের কাছে আসতে চলেছে ধুম সিনেমা। ২০১৩ সালে হয়েছিল ধুম ৩। এবার হতে চলেছে ধুমের ৪ নম্বর সিনেমা। এতে অভিনয় করতে চলেছেন দীপিকা পাডুকোন। জানা যাচ্ছে দীপিকা হতে চলেছে এই সিনেমার খলনায়িকা।

ধুম ৪ সিনেমা

ধূমের আগের সিনেমা গুলোতে কাজ করেছেন জন আব্রাহাম, হৃত্বিক রোশান, আমির খানরা। ধুম এর সবকটি পর্বেই মূল চরিত্রে কাজ করেছেন অভিষেক বচ্চন। মূলত চোর পুলিশের খেলা নিয়ে রচিত সিনেমাগুলো। জানা গেছে অন্য সিনেমায় কাজ করছেন দীপিকা। সেই কাজ শেষ করেই ধুম সিনেমায় কাজ করতে চলেছেন।

আরও পড়ুন – বলিউডের তিন খানের সবচেয়ে বেশি আয় করা সিনেমাগুলো কি কি দেখে নেওয়া যাক

২০০৪ সালে আসে ধুম। যা সেই সময় বক্সঅফিসে বেশ জনপ্রিয় হয়। এই সফলতার পর ২০০৬ সালে আসে ধুম ২। এটিও প্রচুর ভালোবাসা কুরোয় দর্শকদের। ধুম ২ এর সাত বছর পর আবার আসে ধুম ৩ নামের সিনেমা। এটিতে অভিনয় করেছেন আমির খান। এটিও বেশ সাড়া পায় বক্স অফিসে। এবার ৮ বছর পর আবার আসতে চলেছে ধুম এর পরবর্তী সিনেমা এমনটাই খবর পাওয়া যাচ্ছে।

Previous articleফেসবুক-হোয়াটসঅ্যাপ কে প্রাইভেসি পলিসি জানতে চেয়ে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট
Next articleছোট ছোট ব্ল্যাকহোলের হদিশ পেল হাবাল টেলিস্কোপ, গবেষকদের ধারণা সত্য প্রমাণিত

1 COMMENT

Leave a Reply