ফেসবুক-হোয়াটসঅ্যাপ কে প্রাইভেসি পলিসি জানতে চেয়ে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট

ভুয়ো খবর ভাইরাল করলেই হতে পারে হাজতবাস

সুপ্রিমকোর্টের তরফ থেকে নোটিশ পাঠানো হলো সবচেয়ে জনপ্রিয় দুটি অ্যাপ ফেসবুক হোয়াটসঅ্যাপকে। এই নোটিশ ফেসবুক হোয়াটসঅ্যাপ-এর নতুন প্রাইভেসি পলিসি নিয়ে। সুপ্রিমকোর্টের তরফ থেকে এই দুই জায়ান্ট কোম্পানির উপর মামলা দায়ের করা হয়েছে। যে কারণে এই দুই কোম্পানিকে পাঠানো হয়েছে নোটিশ।

ফেসবুক-হোয়াটসঅ্যাপ কে প্রাইভেসি পলিসি জানতে চেয়ে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট

সুপ্রিমকোর্টে দায়ের হওয়া এই মামলার কারণে সুপ্রিম কোর্ট ২টি কোম্পানিকে তাদের প্রাইভেসি পলিসি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করার কথা বলে। এই মামলার পরবর্তী শুনানি হবে আবার চার সপ্তাহ পরে।

আরো পড়ুন – ভারতের Twitter-এর বদলে এলো নতুন মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম KOO

সুপ্রিমকোর্ট থেকে এই নোটিশ পাঠানোর পর ফেসবুকের তরফ থেকে জানানো হয়, ইউরোপের সাধারণ মানুষের গোপনীয়তা রক্ষার উপরে বিশেষ আইন রয়েছে যা ফেসবুক যথা রীতি মেনে চলে।

ফেসবুকের তরফ থেকে আরো জানানো হয়, যদি ভারতীয় আইনে ইউরোপের মতোই সাধারণ মানুষের গোপনীয়তা রক্ষার অধিকার নিয়ে কোনো বিশেষ আইন থাকে তবে ফেসবুক অবশ্যই তা মেনে চলবে। এই সমস্ত তথ্যই তারা ইউরোপের আদালতে জানিয়েছে। আগামী দিনে ফেসবুক ও হোয়াটস্যাপ এর এই নতুন প্রাইভেসি পলিসি নিয়ে সুপ্রিম কোর্ট কি রায় দেয় তা জানা যাবে চার সপ্তাহ পরেই।

Previous articleঅ্যান্টোনিও বনাম ক্রোনো। ফ্রী ফায়ারে কোনটি বেশি কার্যকরী চরিত্র
Next articleআসছে ধুম ৪ সিনেমা। সিনেমায় আছেন দীপিকা পাডুকোন
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply