অ্যান্টোনিও বনাম ক্রোনো। ফ্রী ফায়ারে কোনটি বেশি কার্যকরী চরিত্র

অ্যান্ড্রয়েড গেম এর দুনিয়ায় ফ্রী ফায়ার অন্যতম নাম। ফ্রী ফায়ার গেমটিতে প্রচুর পরিমাণে আপডেট আসে। এই সকল আপডেট গুলির মধ্যে থাকে নতুন নতুন বন্দুকের স্কিন, পেট(পেট), পোশাক, চরিত্র ইত্যাদি। সম্প্রতি ফ্রি ফায়ার গেমের মধ্যে এসেছে OB26 আপডেট। আপডেট এর মধ্য দিয়ে গেমে এসেছে সিরো এবং স্কাইলার নামের নতুন দুটি চরিত্র।

ফ্রি ফায়ার গেমে রয়েছে বেশ কিছু আকর্ষণীয় চরিত্র। যেগুলোর মধ্যে দুটি আকর্ষণীয় চরিত্র হলো ক্রোনো এবং অ্যান্টোনিও। তাই চরিত্র দুটির ক্ষমতার তুলনা করে দেখা যাবে গেমে কোনটি কতটা ভালো চরিত্র। নিচে চরিত্র দুটির তুলনা সংক্ষেপে তুলে ধরা হলো।

আরও পড়ুন – ফ্রী ফায়ারের নতুন চরিত্র স্কাইলার। কেমন এই নতুন চরিত্রটি

অ্যান্টোনিও বনাম ক্রোনো

ক্রোনো (Chrono) – ক্রোনো চরিত্রের বিশেষ ক্ষমতার নাম টাইম টার্নার। চরিত্রটি নিজের ওপর একটি সুরক্ষা বলয় তৈরি করতে পারে। এই বলয়টি ভাঙতে ৬০০ দিতে হয়। এছাড়া নিজের ১৫ শতাংশ এবং সঙ্গীদের ১০ শতাংশ গতি বাড়াতে সক্ষম। চরিত্রটি সর্বোচ্চ স্তরে থাকলে নিজের গতি বাড়ে ৩০ শতাংশ এবং সঙ্গীদের গতি বাড়ায় ১৫ শতাংশ। শুরুতে এর কুল ডাউন এর সময় ৫০ সেকেন্ড হয় এবং পরে সর্বোচ্চ স্তরে পৌঁছালে তা ৪০ সেকেন্ড হয়।

অ্যান্টোনিও (antonio) – অ্যান্টোনিও প্যাসিভ ক্ষমতা বিশিষ্ট চরিত্র। তার বিশেষ ক্ষমতার নাম গ্যাংস্টার স্পিরিট। নিম্নস্তরে চরিত্রটি গেম শুরু করার সময় বাড়তি ১০ এইচপি দেয়। আর সর্বোচ্চ স্তরে থাকলে সেক্ষেত্রে বাড়তি ৩৫ এইচপি বাড়িয়ে দেয়।

সবশেষে বলা যায় দুটোই ফ্রি ফায়ারের ভালো চরিত্র। গেম খেলার ক্ষেত্রে দুটোই বেশ ভালো ভাবে খেলোয়াড় কে সাহায্য করে। যেহেতু ক্রোনো গতি বাড়াতে সক্ষম তাই ক্লাস স্কোয়াডের ক্ষেত্রে বেশি ভালো, তবে অন্যান্য ক্ষেত্রে অ্যান্টোনিওর এইচপি বাড়ানোর ক্ষমতাও বেশ কার্যকরী। তাই গেমারের গেম খেলার কায়দার ওপর নির্ভর করছে কোনটা বেশি ভালো চরিত্র তা বলা যায়।

মন্তব্য করুন