মঙ্গলযান পার্সিভিয়ারেন্স কি মঙ্গলে অবতরণ করতে পেরেছে? কি বলছেন বিজ্ঞানীরা

গত ৭ মাস একটানা ২০৪০ লক্ষ কিলোমিটার পথ অতিক্রমের পর নাসার মঙ্গলযান পার্সিভিয়ারেন্স অবশেষে এই সপ্তাহে মঙ্গলের বায়ুমণ্ডলের প্রবেশ করেছে। তবে প্রবেশ করলেই যে মঙ্গলের মাটিতে অবতরণ সম্ভব তা নয়। মঙ্গলের বায়ুমন্ডলে প্রবেশের পর সবথেকে সংকটময় মুহূর্তের শুরু, যেটিকে নাসার বিজ্ঞানীরা বলে থাকেন ৭ মিনিটের আতঙ্ক (7 minutes of terror)। কারণ এই ৭ মিনিটই নির্ধারণ করে কোনো মহাকাশযানের অন্য গ্রহের মাটিতে অবতরণ কে।

মঙ্গলযান পার্সিভিয়ারেন্স

নাসার তরফ থেকে খুশির খবর জানিয়েছেন বিজ্ঞানীরা। তারা বলেন ওই ৭ মিনিটের আতঙ্ককে কাটিয়ে উঠে মঙ্গলযান পার্সিভিয়ারেন্স মঙ্গলের মাটিতে সফলভাবে অবতরণ করেছে। আর এই অবতরণের সংকেত এসে পৌঁছেছে জেট প্রপালসন ল্যাবরেটরিতে (জে.পি.এল) যেটি লস এঞ্জেলিস-এ অবস্থিত। বিজ্ঞানীদের প্রাথমিক ধারণা, কোন ক্ষয়ক্ষতি হয়নি এই মঙ্গলযান পার্সিভিয়ারেন্স-এর। তাদের ধারণা সঠিক হলে খুব শীঘ্রই মঙ্গলের মাটিতে অভিযান শুরু করবে এই মঙ্গলযান।

আরো পড়ুন – ইসরো এবং ম্যাপ মাই ইন্ডিয়া আনতে চলেছে গুগল ম্যাপের স্বদেশী বিকল্প

মঙ্গল যান পার্সিভিয়ারেন্স ৭ মিনিটের আতঙ্ক কাটিয়ে মঙ্গলের মাটিতে সফলভাবে অবতরণে সকল নাসা বিজ্ঞানীদের মুখে হাসি ফুটেছে। তবে এই ৭ মিনিটের আতঙ্কের কারণ কি? কেন বিজ্ঞানীদের কাছে এই ৭ মিনিট সবচেয়ে সংকট ময়। বিজ্ঞানীরা জানিয়েছেন, তাঁদের মঙ্গলযানটি একটি ৬ চাকা বিশিষ্ট অনুসন্ধানযান। যেটি মঙ্গলের ভূপৃষ্ঠে ছবি ও অন্যান্য তথ্য পাঠানোর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ক্যামেরাসহ মঙ্গলে পাঠানো হয়। আর যন্ত্রপাতি ও ক্যামেরা গুলিকে ক্ষতির হাত থেকে বাঁচাতে একটি ক্যাপসুল এর মধ্যে আবদ্ধ করে মঙ্গলের উদ্দেশ্যে পাঠান বিজ্ঞানীরা। প্রায় ৭ মাস ২০৪০ লক্ষ কিলোমিটার অতিক্রম করে মঙ্গলের বায়ুমণ্ডলে প্রবেশের পর মঙ্গলের ভূপৃষ্ঠে এটি আছড়ে পড়তে সময় নেয় ৭ মিনিট। এই সময়ে যদি মহাকাশযান সঠিক জায়গায় না থামতে সক্ষম হয় তবে সম্পূর্ণ মঙ্গল অভিযান ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকে। যে কারণে বিজ্ঞানীদের কাছে এই ৭ মিনিট তাৎপর্যপূর্ণ।

সম্প্রতি একটি সাংবাদিক বৈঠকে এই মঙ্গল অভিযান সম্পর্কে জে.পি.এল-এর একজন অবতরণ বিভাগের বিজ্ঞানী আল চেন জানান, এই অভিযানের মহাকাশযানটিকে এমন একটি জায়গায় অবতরণ করানো হয়েছে যেখানে আগে কোন মহাকাশযান পাঠানোর চেষ্টা করা হয়নি। ক্যাপসুল থেকে ৬ চাকার মহাকাশযানটি এখন কেবল বেরিয়ে এসে অভিযান শুরুর অপেক্ষায়।

“মঙ্গলযান পার্সিভিয়ারেন্স কি মঙ্গলে অবতরণ করতে পেরেছে? কি বলছেন বিজ্ঞানীরা”-এ 1-টি মন্তব্য

Leave a Reply