বাংলা চলচ্চিত্র জগতের অভিনেতা অভিনেত্রীদের মতোই বাংলা ধারাবাহিকের জনপ্রিয়তা অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ও মেতেছেন বাগদেবীর আরাধনায়। ডিতিপ্রিয়া রায় কে সকলেই চেনে রাণীমা হিসেবে। তিনি বাংলা ধারাবাহিক রনি রাসমণি তে রানিমার ভূমিকায় অভিনয় করেন। তিনি তার অভিনয়ের দ্বারা মন জয় করেছেন দর্শকদের।
image source – instagram @roy_ditipriya
বাগদেবীর আরাধনায় দিতিপ্রিয়া
তবে এবার তিনি সোশ্যাল মিডিয়ার সামনে ধরা দিয়েছেন একেবারে অন্য ভাবে। সম্প্রতি দীতিপ্রিয়া তার ইনস্টাগ্রাম প্রোফাইলে বাগদেবি মা সরস্বতীর আরাধনার সময় ছবি তুলে শেয়ার করেছেন। যা ভাইরাল হয়েছে অল্প সময়ে। সরস্বতী পুজোর দিন সকল কাজ সরিয়ে রেখে বাগদেবীর আরাধনায় মন দিয়েছেন দতিপ্রিয়া রায়।
image source – instagram @roy_ditipriya
আরও পড়ুন – আসছে ধুম ৪ সিনেমা। সিনেমায় আছেন দীপিকা পাডুকোন
প্রতি বছর তাদের বাড়িতে নিয়ম করে হয় মা সরস্বতীর পূজা। তাই এই বিশেষ দিনে রাণীমা ঘরের মেয়ের মতো সকল কাজ থেকে বিরতি নিয়ে আরাধনার কাজে মন দেন। এবার রাণীমা দিতিপ্রিয়া ধূসর রঙের সিল্কের শাড়ি পরেছেন। বিনা মেকাপে ঠোঁটে হালকা লিপস্টিক ও কপালে ছোট টিপে তাকে দারুন সুন্দর দেখাচ্ছে। এই দিনে তিনি ব্যাস্ত তার বন্ধু এবং আত্মীয় দের সঙ্গে সময় কাটাতে।
[…] বাগদেবীর আরাধনায় জনপ্রিয় অভিনেত্র… […]