আইপিএল ২০২১ নিলাম শেষ হয়েছে। তুলে ধরা হলো নিলামে নতুন কেনা খেলোয়াড়দের তালিকা

সম্প্রতি ২০২১ সালের আইপিএল নিলাম সম্পন্ন হয়েছে। এবারের নিলামে আইপিএল এর আটটি দল ( মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপারকিংস, কলকাতা নাইটরাইডার্স, সানরাইজার হায়দ্রাবাদ, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটাল, রয়্যাল চ্যালেঞজার্স ব্যাঙ্গালোর) যে সকল খেলোয়াড়দের নিলামে কিনেছেন তাদের তালিকা তুলে ধরা হলো।

আইপিএল ২০২১ নিলামে ৮ টি দলের নতুন তালিকা

দিল্লি ক্যাপিটাল (DC) –

PicsArt 02 20

নতুন খেলোয়ারের তালিকা – স্টিভ স্মিথ, উমেশ যাদব, রিপাল প্যাটেল, বিষ্ণু বিনোদ, লুকমান মেরিওয়ালা, এম সিদ্ধার্থ, টম কারান, স্যাম বিলিংস।

চেন্নাই সুপার কিংস (CSK) –

PicsArt 02 20

নতুন খেলোয়ারের তালিকা – মইন আলী, কৃষ্ণপ্পা গৌতম, চেতেশ্বর পূজারা, হরিশঙ্কর রেড্ডি, ভাগথ ভার্মা, সি হরি নিশান্ত।

মুম্বাই ইন্ডিয়ান্স (MI) –

PicsArt 02 20

নতুন খেলোয়ারের তালিকা – অ্যাডাম মিলনে, নাথান কাউলটার- নাইল, পীযূষ চাওলা, জিমি নীসাম, যুধভীর চারক, মার্কো জানসান, অর্জুন টেন্ডুলকার।

আরও পড়ুন – বড় খবর, ইংল্যান্ডের এই ফাস্ট বোলার ছিটকে গেলো ২য় টেস্ট থেকে

রাজস্থান রয়্যালস (RR) –

PicsArt 02 20

নতুন খেলোয়ারের তালিকা – শিবম দুবে, ক্রিস মরিস, মোস্তাফিজুর রহমান, চেতন সাকারিয়া, কে সি কারিয়াপ্পা, লিয়াম লিভিংস্টোন, কুলদীপ যাদব, আকাশ সিং।

পাঞ্জাব কিংস –

PicsArt 02 20

নতুন খেলোয়ারের তালিকা – দাউদ মালান, ঝি রিচার্ডসন, শাহরুখ খান, রিলে মেরিডিথ, মলসেস হেনরিক্স, জালাল সাক্সেনা, উত্কর্ষ সিং, ফ্যাবিয়ান অ্যালেন, সৌরভ কুমার।

সানরাইজার হায়দ্রাবাদ (SRH) –

PicsArt 02 20

নতুন খেলোয়ারের তালিকা – জগদীশা সুচিথ, কেদার যাদব, মুজিব উর রহমান।

আরও পড়ুন – মাইকেল ভনের খোঁচা ভারতকে- ‘হারের পর রুট কি স্বাক্ষর করা জার্সি আজ পেয়েছে’?

রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) –

PicsArt 02 20

নতুন খেলোয়ারের তালিকা – গ্লেন ম্যাকসওয়েল, সচিন বেবী, রজত পাতিদার, মোহাম্মদ আজহারউদ্দিন, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, সুয়াশ প্রভু দেশাই, এস কে ভারত, কাইল জ্যামিসন।

কলকাতা নাইট রাইডার্স (KKR) –

PicsArt 02 20

নতুন খেলোয়ারের তালিকা – শাকিব আল হাসান, শেল্ডন জ্যাকসন, বৈভব আরোরা, করুন নায়ের, হরভজন সিংহ, বেন কাটিং, ভেঙ্কটেশ আইয়ার, পবন নেগী।

“আইপিএল ২০২১ নিলাম শেষ হয়েছে। তুলে ধরা হলো নিলামে নতুন কেনা খেলোয়াড়দের তালিকা”-এ 1-টি মন্তব্য

Leave a Reply