Dj Alok Vs K : কোনটি সবচেয়ে ভালো ফ্রী ফায়ারের চরিত্র?

জনপ্রিয় ব্যাটেল রয়েল গেম গুলির মধ্যে বর্তমানে ভারতের অন্যতম একটি গেম ফ্রি ফায়ার। অন্যান্য ব্যাটেল রয়েল গেম এর তুলনায় এই গেমের যে জিনিসটা আকর্ষনীয় তা হল এর এর নানা চরিত্র। গেম এর সকল চরিত্র গুলির কিছু আলাদা আলাদা ক্ষমতাও রয়েছে।কখনো চরিত্রগুলি লাকি স্পিন এর মাধ্যমে আবার কখনো ডায়মন্ড দিয়ে কিনতে হয়। আকর্ষণীয় দেখতে বলে এবং অদ্ভুত কিছু ক্ষমতার কারণে প্রচুর গেমার চরিত্র গুলি কিনে খেলে থাকে। তবে খেলার পাশাপাশি চরিত্রগুলি নিয়ে জন্মেছে যে প্রশ্নটা তা হল কোন চরিত্র বেশি ভালো?

Dj Alok Vs K কোনটি সবচেয়ে ভালো ফ্রী ফায়ার চরিত্র? 

ফ্রি ফায়ার গেমের দুটো চরিত্র নিয়ে গেমারদের মধ্যে রয়েছে দ্বন্দ্ব। আর এই দুটি চরিত্র হলো ‘ডিজে আলোক’(dj Alok) এবং ‘কে'(k)। চরিত্র দুটি দেখতে যেমন আকর্ষণীয় তেমনি তাদের ক্ষমতাও দারুন। চরিত্র দুটির নিজের নিজের আকর্ষণীয় ক্ষমতার কারণে গেমারদের মধ্যে সবসময় একটা প্রশ্ন চলতে থাকে যে কোন চরিত্রটি বেশি ভালো।

আরও পরুন – অবশেষে Ps5 মুক্তি পেতে চলেছে ভারতে

dj Alok (ডিজে আলোক) – 

ডিজে আলোক চরিত্রটি দেখতে বেশ সুন্দর। চরিত্রটির ক্ষমতা ব্যবহার করলে একটি আলোর বলয় দেখা যায় চরিত্রের চারপাশে। এতে পাঁচ সেকেন্ডের জন্য ৫ HP বাড়ে এবং ১০% চলাফেরার গতি বৃদ্ধি পায়। সর্বোচ্চ লেভেলে থাকলে বলয়ের মধ্যে ১০ সেকেন্ডের জন্য ৫ HP বারে। সঙ্গে চলাফেরার গতি ১৫% বৃদ্ধি পায়।

K charecter (কে চরিত্র) – 

‘কে’ (K) একটি উন্নত চরিত্র। কে চরিত্রের বিশেষ ক্ষমতা বৃদ্ধি করলে প্রত্যেক তিন সেকেন্ডে ২ EP (ইপি) বৃদ্ধি পায় এবং তা ১০০ পর্যন্ত বাড়ে। চরিত্রটি সর্বোচ্চ লেভেলে থাকলে খেলোয়াড়রা ২ EP (ইপি) প্রত্যেক দুই সেকেন্ডে বৃদ্ধি করতে পারে। এবং তা ১৫০ পর্যন্ত হয়।

চরিত্র দুটির মধ্যে কোনটি নিয়ে খেলা ভালো সেটা নির্ভর করছে গেমারের ওপর। গেমারের খেলার পদ্ধতির উপর নির্ভর করে কখন কোন চরিত্রটি বেশি কার্যকরী হবে। কে চরিত্রটির ইপি বৃদ্ধি করার ক্ষমতা আকর্ষণীয় তবে ডিজে আলোকের এইচপি বৃদ্ধি এবং চলাফেরার গতি বৃদ্ধির সামনে একটু কমজোরি মনে হয়। আলাদা আলাদা গেম প্লে তে দুটি চরিত্র দুই রকম ভাবে কাজ করে থাকে। যেমন ‘ডিজে আলোকের’ চরিত্রটি অনেকে পছন্দ করে তেমন ‘কে’ চরিত্রটিও অনেকেই পছন্দ করেন।

“Dj Alok Vs K : কোনটি সবচেয়ে ভালো ফ্রী ফায়ারের চরিত্র?”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন