বিশ্বের সবচেয়ে বেশি বিক্রীত স্মার্টফোন কোনটি জানেন? দেখেনিন এক নজরে

বিশ্ব জুড়ে থাকা স্মার্টফোন জগতে স্মার্টফোন সংস্থার সংখ্যা অসংখ্য, তবে তার মধ্যে অল্প কিছু সংস্থাই সফলতার শীর্ষে স্থান করে নিয়েছে নিজেদের, যার মধ্যে রয়েছে স্যামসাং, অ্যাপল, শাওমি এর মত সংস্থাগুলি। গত বছর অর্থাৎ ২০২১ সালে স্মার্টফোন ব্র্যান্ড গুলির মধ্যে সবচেয়ে বেশি বিক্রিত স্মার্টফোন কোনটি জানেন? হ্যাঁ ঠিকই ভাবছেন, গত বছর সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনটি সংস্থা গুলির মধ্যে প্রথম স্থানেই জায়গা করে নিয়েছে অ্যাপেল, আর এর পরেই জায়গা করে নিয়েছে স্যামসাং এবং শাওমি। সম্প্রতি একটি রিসার্চ অনুযায়ী এই তথ্য উঠে এসেছে। রিপোর্টের পরিসংখ্যান বলছে সর্বাধিক বিক্রিত স্মার্টফোন এর তালিকায় প্রথম সারিতে রয়েছে অ্যাপল এর নাম। অর্থাৎ সবচেয়ে বেশি বিক্রিত দশটি স্মার্ট ফোনের মধ্যে সাতটি আইফোনের বিভিন্ন মডেল। অন্যদিকে এই তালিকায় রয়েছে দুটি শাওমি এবং স্যামসাংয়ের একটি স্মার্টফোন।

রিসার্চ এর রিপোর্ট অনুযায়ী প্রথম ১০ এর তালিকায় প্রথম পাঁচটি আইফোন, এর পর ষষ্ঠ স্থানে রয়েছে স্যামসাং এবং সপ্তম স্থানে রয়েছে রেডমির ফোন এবং নবম স্থানে পুনরায় আইফোন এবং দশম স্থানে রয়েছে আরও একটি রেডমি স্মার্টফোন। তালিকার শীর্ষে রয়েছে আইফোন ১২। ২০২১ সালের সবচেয়ে বেশি বিক্রিত স্মার্টফোন এটিই। এর পরবর্তীতে রয়েছে যথাক্রমে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স, আইফোন থার্টিন, আইফোন টুয়েলভ প্রো এবং আইফোন ইলেভেন। অ্যাপেলের এই স্মার্টফোনগুলো সবচেয়ে বেশি বিক্রি হওয়ার কারণ অনেক আইফোন ইউজাররাই একটি 5G স্মার্ট ফোনের অপেক্ষায় ছিলেন।

২০২১ এ সারা বিশ্বজুড়ে প্রায় ৪২০০ এর বেশি সক্রিয় স্মার্টফোন ছিল, তার মধ্যে দশটি স্মার্টফোন সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। সারাবিশ্বে বিক্রি হওয়া স্মার্টফোন ইউনিটের ১৯ শতাংশ। গত বছর সংখ্যাটি ছিল ১৬ শতাংশের কাছাকাছি। অ্যাপেলের আইফোন বাদে ষষ্ঠ স্থানে রয়েছে স্যামসাং গ্যালাক্সি এস টুয়েলভ স্মার্টফোনটি লাতিন আমেরিকা এবং পশ্চিম ইউরোপের সবচেয়ে বেশি বিক্রি হয়েছে এটি।

আরো পড়ুন-Poco M4 Pro: ভারতে শুরু হলো বিক্রি, জানুন দাম ও অন্যান্য

এই তালিকায় পরবর্তীতে যে নামটি উঠে এসেছে সেটি হল শাওমি স্মার্টফোনের, যার মধ্যে রয়েছে রেডমি ৯ এবং রেডমি 9A। শাওমির সকল স্মার্টফোনের মধ্যে ২২% অবদান রেখেছে এই স্মার্টফোনটি। স্মার্টফোন দুটি সবচেয়ে বেশি বিক্রি হয়েছে এশিয়া স্পেসিফিক এই যার মধ্যে রয়েছে ভারত এবং চীনের মত দেশ। রিপোর্ট অনুযায়ী এই স্মার্টফোনটি এন্ট্রি লেভেল স্মার্টফোন। যে কারণে ব্যবহারকারীরা সবচেয়ে বেশি এই স্মার্টফোনকে বেছে নিয়েছেন কম দামের সাশ্রয়ী স্মার্টফোন হিসেবে।

“বিশ্বের সবচেয়ে বেশি বিক্রীত স্মার্টফোন কোনটি জানেন? দেখেনিন এক নজরে”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন